নচিকেতা-আলতাফের ‘লক্ষ্য একই’

ফিচার প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী আবারো গাইলেন শিল্পী আসিফ আলতাফের সঙ্গে। লক্ষ্য একই শিরোনামের গানটি লেখার পাশাপাশি সুর দিয়েছেন আসিফ আলতাফ। দুই বছর আগে ‘কাঁটাতার’ শিরোনামে একটি গান করেন দুই দেশের দুই শিল্পী। এবার তারা কেবল গানই করেননি, সঙ্গে থাকছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন সোয়েব আহমেদ। ঈদুল আজহায় ইউটিউবে ‘আসিফ আলতাফ অফিশিয়াল’ চ্যানেলে মুক্তি পাবে এ গান। 

গানটি নিয়ে নচিকেতা চক্রবর্তী বলেন, ‘এর আগে আমরা কাঁটাতার শিরোনামে একটা গান করেছি। আমার ভীষণ পছন্দ হয়েছিল গানটা। দারুণ একটা বক্তব্য ছিল, যার জন্য খুব জনপ্রিয় হয়েছিল। সে আশা নিয়ে আমরা আরেকটা গান বানিয়েছি।’

বর্তমান গান নিয়ে তিনি আরো বলেন, ‘এবারের গানটা খুবই ইন্টারেস্টিং, আগের গানের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে। আমাদের ভাবনা চিন্তাটা মেলে বলেই আলতাফের লেখা ও সুর আমার পছন্দ হয়। আলতাফ বাংলাদেশে বসে যেভাবে ভাবে, কলকাতায় বসে আমিও প্রায় ও রকমই ভাবার চেষ্টা করি।’

নচিকেতার সঙ্গে ডুয়েট প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘শ্রদ্ধেয় নচিকেতা চক্রবর্তী শুধু আমার না, সব বাঙালির পছন্দের শিল্পী। তিনি অসাধারণ সব গান গেয়ে আমাদের শৈশব রাঙিয়ে দিয়েছেন। তার সঙ্গে গান করার স্বপ্ন বহুদিন ধরেই দেখছিলাম। দুই বছর আগে আমরা কাঁটাতার নামে একটা গান গাইলাম। কাঁটাতার গাওয়ার সময় তিনি আমার লেখা সুর ও গায়কীর প্রশংসা করে বলেছিলেন, “‍আমরা আবার গান করব।” সময় সুযোগ হয়ে উঠছিল না। এরপর লক্ষ্য একই শিরোনামের গানটা লিখে তাকে দেখালাম। গানের কথা খুবই পছন্দ করলেন। কলকাতায় গিয়ে একসঙ্গে রেকর্ড করলাম।’ 

ক্যারিয়ারের প্রথমদিকে আসিফ আলতাফের ‘জুতো’ ও ‘যন্ত্র’র পর ন্যান্সির সঙ্গে ‘সুবহি সাদিক’ এবং লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ‘দূরত্ব’ ও ‘প্রেমে পড়ি’ গানগুলো জনপ্রিয় হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন