সালাহউদ্দিন লাভলুর নির্দেশনায় চঞ্চল-মাহা

ফিচার প্রতিবেদক

ছবি: আলিফ রিফাত

গত ঈদে অভিনেত্রী নাঈমা আলম মাহা অভিনয় করেছিলেন ‘শিলা বৃষ্টির শরবত’ নাটকে। নাটকটি পরিচালনা করেন আবুল হায়াত। এ নাটকে অভিনয়ের জন্য মাহা বেশ সাড়া পেয়েছিলেন। সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় সর্বশেষ ‘ষণ্ডা পাণ্ডা’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন মাহা। আগামী কোরবানির ঈদের দিন চ্যানেল আইতে প্রচারের জন্য মাহা আবারো সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় একটি খণ্ড নাটকে অভিনয় করতে যাচ্ছেন। তার সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী।

‘পোকা দিয়ে পোকা ধরা’ নামের নাটকটি রচনা করেছেন মাসুম রেজা। এবারের ঈদে চঞ্চল চৌধুরী কয়েকটি খণ্ড নাটক ও কয়েকটি ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় একমাত্র ‘পোকা দিয়ে পোকা ধরা’ নাটকেই অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।

চঞ্চল চৌধুরী বলেন, ‘মঞ্চ, টিভি নাটকই কিন্তু আমাকে আজকের চঞ্চল চৌধুরী হতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। সময়ের ধারাবাহিকতায় আমি সিনেমায়, ওটিটি প্লাটফর্মে, এমনকি দেশের বাইরেও কাজ করছি। কিন্তু আমি সময় বের করে ঠিকই মঞ্চে অভিনয় করি। বিশেষ বিশেষ দিবসে টিভি নাটকেও অভিনয় করি। আমি মনে করি একজন শিল্পী হিসেবে এটা আমার দায়িত্ব এবং ভালো লাগার অবশ্যই। লাভলু ভাইয়ের নির্দেশনায় এর আগে বহু নাটকে কাজ করেছি। তিনি এ দেশের অত্যন্ত মেধাবী, গুণী একজন নাট্যনির্মাতা এবং একজন গুণী অভিনেতাও বটে। তার নির্দেশনা আমি সবসময়ই ভীষণ উপভোগ করি।’

নাঈমা আলম মাহা বলেন, ‘অভিনয়ের দুনিয়ায় আসার আগেই যাদের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি, এর মধ্যে অন্যতম একজন শ্রদ্ধেয় চঞ্চল ভাই। আর যদি নির্মাতার কথা বলি, তাহলে অবশ্যই পছন্দের বা ভালো লাগার নির্মাতাদের নামের মধ্যে শ্রদ্ধেয় সালাহউদ্দিন লাভলু ভাইয়ের নাম আসে। লাভলু ভাই আমাকে এর আগেও তার নাটকে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন। তার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। চঞ্চল ভাই এ দেশের অন্যতম গুণী একজন অভিনেতা। তার সঙ্গে অভিনয় করে অনেক কিছুই শিখতে পেরেছি। আবারো তার সঙ্গে কাজ হবে, এটা আমার জন্য সত্যিই অনেক ভালো লাগার।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন