মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ বাজেট জুতসই নয়

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেছেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য এ ধরনের বাজেট জুতসই নয়। মনে হয় না মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে। শিল্প বর্তমানে যে অবস্থায় আছে, অন্ততপক্ষে এ অবস্থায় থাকা উচিত। সেটা থাকতে গেলে যে ধরনের সহযোগিতা লাগবে, তা নেই।’

তিনি আরো বলেন, ‘ব্যাংকের ক্যাশ ফ্লোর সহযোগিতা লাগবে, কিন্তু ব্যাংক এ সহযোগিতা করতে পারবে না। কারণ সরকার ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা ধার করবে। তখন ব্যাংকগুলো নিয়ন্ত্রিত হয়ে যাবে। অথচ শিল্পে এখন অর্থায়ন খুবই জরুরি হয়ে পড়েছে। এমনিতেই গ্যাস নেই, উৎপাদন কমেছে, বাজার চাহিদা কমেছে। গ্যাস না থাকলে যে সক্ষমতায় চলছে এটারও পতন হবে এবং এনবিআরের রাজস্ব আয়ে সমস্যার সৃষ্টি হবে, একই সঙ্গে কর্মসংস্থানহীনতাও বাড়বে।’ 

আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, ‘শিল্পের দিক থেকে দেখতে গেলেও দেখা যায়, এখানে তেমন কিছু নেই। এনবিআরের বাস্তবায়ন পদ্ধতিতেও সে ধরনেরও কিছু দেখতে পাইনি। যে পরিমাণ করদাতা আছে, তাদের ওপরই নতুন করে চাপ আসবে। নতুন করে আরো করদাতা বড় করবে, সে ডিরেকশনও এখানে নেই। ২৫ থেকে ২৬ লাখের ওপরই চাপ দেয়া হবে। এটা করলে ইন্ডাস্ট্রি আরো বেশি বিপদে পড়বে। আমি দেখতে চাই আমার ইন্ডাস্ট্রি এগোচ্ছে। কিন্তু আমি সেগুলো দেখতে পাচ্ছি না।’ 

অপ্রদর্শিত আয় সাদা করার সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, ‘১৫ শতাংশ দিয়ে একটা বার্তা দেয়া হচ্ছে। তাও সে অর্থ ব্যয় হবে জমি, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে। আমি রেগুলার কর দিয়ে লাভ কী? এ কালো টাকা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করলে দেয়া হবে, তাও আমি বুঝতাম।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন