কৃষি খাতে বরাদ্দ বাড়ছে ২ হাজার ৩৭৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে বরাদ্দ বেড়েছে ২ হাজার ৩৭৯ কোটি টাকা। তবে কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় ৬ হাজার কোটি টাকা কমেছে। আগামী অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা, যা মোট বাজেটের ৪ দশমিক ৭ শতাংশ। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৮৮০ কোটি টাকা।    

জাতীয় সংসদে গতকাল বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘‌কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। সারে ভর্তুকিদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণ উৎসাহিত করা হচ্ছে।’

এদিকে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হলেও বরাদ্দ কমেছে কৃষি মন্ত্রণালয়ের। কৃষি মন্ত্রণালয়ের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছে ২৭ হাজার ২১৪ কোটি টাকা। যদিও চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ রয়েছে ৩৩ হাজার ২৮০ কোটি টাকা। সে হিসেবে মন্ত্রণালয়টির বরাদ্দ কমেছে ৬ হাজার কোটি টাকার বেশি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বরাদ্দ কিছুটা বাড়ছে। এ খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। চলতি অর্থবছরে এ মন্ত্রণালয়ে বরাদ্দ রয়েছে ৩ হাজার ৯০৫ কোটি টাকা। আর খাদ্য মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে ৬ হাজার ৭৫৭ কোটি টাকা। চলতি অর্থবছরে এখানে বরাদ্দ রয়েছে ৫ হাজার ২৩৭ কোটি টাকা।  

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘‌সবার জন্য খাদ্য নিশ্চিত এবং নিম্ন আয়ের মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের ৫০ লাখ পরিবারকে বছরের পাঁচ মাস ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। 

এছাড়া নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিম্ন আয়ের প্রায় এক কোটি পরিবারে টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে চাল, ডাল, তেল ইত্যাদি সরবরাহ করা হচ্ছে। খাদ্যের অপচয় রোধ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে খাদ্যগুদামের ধারণক্ষমতা ২১ দশমিক ৮৬ লাখ টনে উন্নীত করা হয়েছে এবং আগামী অর্থবছরে তা ২৯ লাখ টনে উন্নীত করা হবে। সংরক্ষিত হিসেবে ঘোষণা করা হবে মোট সমুদ্র এলাকার ১০ শতাংশ এলাকা।’ 

কৃষি খাতের অবদান তুলে ধরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘‌দানাদার শস্যের মোট উৎপাদন ১ কোটি ৮০ লাখ টন থেকে প্রায় চার গুণ বেড়ে ৪ কোটি ৯২ লাখ ১৬ হাজার টন হয়েছে। মোট মৎস্য উৎপাদন ২১ দশমিক ৩০ লাখ টন থেকে আড়াই গুণ বেড়ে হয়েছে ৫৩ দশমিক ১৪ লাখ টন। আর গবাদিপশুর সংখ্যা ৪ কোটি ২৩ লাখ ১ হাজার থেকে প্রায় দুই গুণ বেড়ে ৭ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার, পোলট্রির সংখ্যা ১৮ কোটি ৬ লাখ ২২ হাজার থেকে প্রায় তিন গুণ বেড়ে ৫২ কোটি ৭৯ লাখ ১৯ হাজারে দাঁড়িয়েছে।’ 

এদিকে কৃষি খাতকে অগ্রাধিকার খাত বিবেচনা করে কাজু বাদামে আমদানি শুল্ক ১৫ থেকে হ্রাস করে ৫ শতাংশ ও এসেপটিক প্যাক আমদানিতে আমদানি শুল্ক ২৫ থেকে হ্রাস করে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। দেশে উৎপাদিত কাজু বাদামের বাজার বিকাশের উদ্দেশ্যে কাজু বাদাম আমদানিতে ১০ শতাংশ রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন