বাজেটে রফতানিকারকদের জন্য কিছু নেই

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রফতানিকারকদের জন্য তেমন কোনো সুখবর পাইনি বলে মন্তব্য করেছেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেম। 

তিনি বলেন, ‘আমাদের কাছ থেকে বর্তমানে ১ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) নেয়া হচ্ছে। এ মুহূর্তে এটা নেয়ার কোনো ধরনের যৌক্তিকতা নেই, সুযোগ নেই। বাজেটে এ বিষয়ে কোনো কথা বলা হয়নি। অর্থাৎ এটি রয়ে গেল। এআইটি নিয়ে রিটার্ন দাখিলের সময় সমন্বয় বা ফেরতের ব্যবস্থা না রাখা উচিত হয়নি। এটা সমন্বয় করা দরকার, অন্যথায় এআইটি নেয়া বন্ধ করা হোক।’ 

বাজেটে শিল্পায়নকে নিরুৎসাহিত করা হয়েছে বলেও মন্তব্য করেন মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ‘ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে। এর কী যৌক্তিকতা থাকতে পারে তা আমাদের বোধগম্য নয়। এক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেয়া উচিত ছিল। যত বেশি মেশিনারিজ আসবে, তত বেশি শিল্পায়ন হবে, কর্মসংস্থান হবে। পণ্য উৎপাদনের পর দেশের বাজারে বিক্রি হলে সরকার রাজস্ব পাবে। তখন আমদানি আপনা-আপনি কমে যাবে। এ প্রক্রিয়াকে কেন নিরুৎসাহিত করা হচ্ছে তা বোধগম্য নয়।’ 

তিনি বলেন, ‘বাজেটে বন্ডের আওতায় কাঁচামাল আমদানিতেও ১ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে। এমনকি বন্ডেড সুবিধা ধীরে ধীরে প্রত্যাহার করে নেয়া হবে।’

এ ধরনের সিদ্ধান্তে আমরা অবাক হয়েছি। প্রস্তাবিত বাজেটে রফতানিকারকদের জন্য কোনো সুবিধা নেই। বরং রফতানিকারক ও শিল্পায়নের জন্য কিছু দুঃসংবাদ পরিলক্ষিত হয়েছে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন