‘তুফান বাংলা সিনেমার ভাষা ও ব্যবসা বদলে দেবে’

ফিচার প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

দুয়ারে এসে কড়া নাড়ছে কোরবানির ঈদ। ঈদে বিনোদনপ্রিয় দর্শক মুখিয়ে থাকে নতুন কোনো সিনেমার দিকে। প্রতি বছরই ঈদে মুক্তি পায় একাধিক সিনেমা। সিনেমা নির্মাতারাও ঈদকে কেন্দ্র করে দর্শকের কথা মাথায় রেখে চেষ্টা করেন ভালো সিনেমা উপহার দিতে। এবারের ঈদে মুক্তির দৌড়ে এগিয়ে রয়েছে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমাটি। ঈদে এ সিনেমার মুক্তি নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় রয়েছে সিনেমার কলাকুশলী ও দর্শকরা। এরই মধ্যে এটি আনকাট সেন্সর পেয়েছে। ফলে এর মুক্তি পেতে আর কোনো বাধা রইল না।

এর আগে তুফান চলচ্চিত্রটি সম্পাদনা টেবিল হয়ে সেন্সর বোর্ডে জমা পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় এর শো শেষে বিনা কর্তনে ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। সেন্সর সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন নির্মাতা রায়হান রাফিসহ সিনেমার কলাকুশলীরা। তুফান নিয়ে এর নির্মাতা রায়হান রাফি বলেন, ‘তুফান এর মধ্যেই শুরু হয়ে গেছে। এটি যখন রিলিজ হবে তখন তুফান থেকে সাইক্লোন, সাইক্লোন থেকে আরো বড় ঝড় শুরু হবে বাংলা সিনেমার জন্য। দেশ-বিদেশে তুফান নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এটি এমন একটি সিনেমা, যার মাধ্যমে বাংলা সিনেমাকে বিশ্বদরবারে নতুন করে চেনা যাবে। আমি বলতে পারি, তুফান অবশ্যই দর্শকের ভালো লাগবে। এ সিনেমা ইন্ডাস্ট্রির অনেক কিছুই বদলে দেবে। তুফান বাংলা সিনেমার ভাষা ও ব্যবসা বদলে দেবে। দর্শককে বাংলা সিনেমা দেখার আগ্রহ বহুগুণে বাড়িয়ে দেবে। আমরা বিশ্বাস করি, তুফান রিলিজ হওয়ার পর পুরো দেশ বাংলা সিনেমা ও দর্শকের মধ্যে একটা উৎসবের জোয়ার বইবে।’ 

এদিকে তুফানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তুফান নিয়ে তিনি বণিক বার্তাকে বলেন, ‘আমি চাই দেশের যারা সিনেমাপ্রেমী দর্শক আছে, তারা হলে এসে সিনেমাটি দেখবে। তুফান নিয়ে দর্শকের আগ্রহ আছে। আমরা এরই মধ্যে এর টিজার ও গান মুক্তি পাওয়ার মাধ্যমে তা বুঝতে পারছি।’

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে তুফান আশার আলো নিয়ে আসবে কিনা এমন পশ্নের জবাবে তিনি বলেন, ‘সিনেমাটি রিলিজ হোক, দর্শক দেখুক, সেটা সময় বলে দেবে। তবে এ সিনেমা ভালো হবে। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আছে, বাকিটা সময় বলে দেবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন