বন্ধুত্বকে সেবাদাস বানানোর চক্রান্ত চলছে —ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রতিদিনই যারা ভারতবিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা ভুল পথে হাঁটছে। সেই আইয়ুব খান থেকে শুরু করে এখন পর্যন্ত ভারতের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্বকে সেবাদাস বানানোর চক্রান্ত চলছে।’

জাতীয় সংসদ ভবনের সামনে গতকাল এক সাইকেল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ শোভাযাত্রা আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

বিরোধীদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের আছে। বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু। বঙ্গবন্ধু কন্যা যা করেন, বাংলাদেশের স্বার্থেই করেন; স্বার্থ বিকিয়ে তিনি কারো সঙ্গে বন্ধুত্ব করেন না।’

দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ।’ দলের চলমান কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা আয়োজন করবে।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সুস্থ থাকতে হলে আমাদের শরীর সুস্থ রাখতে হবে। এজন্য সাইক্লিংয়ের বিকল্প নেই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন। 

সকাল সোয়া ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। খামারবাড়ি মোড়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, শ্যামলী শিশু মেলা ও আসাদ গেট হয়ে শোভাযাত্রাটি শেষ হয় ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন