মাগুরা ও পাবনায় বজ্রপাতে দুজনের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, মাগুরা ও পাবনা

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

বজ্রপাতে মাগুরা ও পাবনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের চন্দনপ্রতাপ গ্রামে এবং পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের রামভাদ্রবাটি গ্রামে এ ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেল জানান, গতকাল বেলা ১টার দিকে হঠাৎ আকাশে মেঘ জমে। এ সময় মাঠে থাকা গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন তামিম মোল্যা (২২)। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

তামিম সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের চন্দনপ্রতাপ গ্রামের আলম মোল্যার ছেলে। তিনি মাগুরা পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।

অন্যদিকে পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে আমির হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন। উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের রামভাদ্রবাটি গ্রামে এ ঘটনা ঘটে। আমির হোসেন ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

দুপুরে মাঠে ঘাস কাটছিলেন আমির হোসেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন একই গ্রামের মাজেম খান। সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন