কিরিন চিপের জন্য বিদ্যুৎসাশ্রয়ী কোর তৈরি করছে হুয়াওয়ে

ছবি : বণিক বার্তা

কিরিন ৯০০০ এস চিপসেটের জন্য নতুন বিদ্যুৎসাশ্রয়ী তাইশান কোর তৈরিতে কাজ করছে চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। সংশ্লিষ্টদের ধারণা, এ কোর তৈরি হলে তা কিরিন প্রসেসরের সক্ষমতা আরো বাড়াবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টিপস্টার জানায়, হুয়াওয়ে যে তাইশান কোরের পরীক্ষা চালাচ্ছে সেটি কিরিন প্রসেসরের তুলনায় বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। গিকেবেঞ্চ ফাইভ পরীক্ষায় নতুন কোর ৩৫০ পয়েন্ট অর্জন করেছে, যেখানে কিরিন ৯০০০ এস-এর স্কোর ২০০। গিজমোচায়না

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন