আই প্রোটেকশন ও ডিপফেক ডিটেকশন চালু অনরের

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

ব্যবহারকারীর নিরাপত্তা জোরদারের লক্ষ্যে অন-ডিভাইস এআইয়ে নিজেদের অগ্রগতির বিষয়ে জানিয়েছে চীনের প্রযুক্তি কোম্পানি অনর। কোম্পানিটি স্মার্টফোনের জন্য আই প্রোটেকশন এবং ডিপফেক ডিটেকশন নামে দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বৈশিষ্ট্য চালু করেছে। খবর গিজমোচায়না।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ স্ক্রিন টাইম অর্থাৎ বেশি সময় স্ক্রিনের সামনে থাকার কারণে মানুষের দূরে দেখার সক্ষমতা হ্রাস পায়। 

অনরের এআই ডিফোকাস আই প্রোটেকশন চোখের এ সমস্যার সমাধানে কাজ করে। 

অন্যদিকে অনরের এআই ডিপফেক ডিটেকশন ম্যানিপুলেটেড কনটেন্ট এবং অনলাইন প্রতারণার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করে। 

অন-ডিভাইস বৈশিষ্ট্যটি চোখের যোগাযোগ, আলোর সামঞ্জস্য, চিত্রের স্বচ্ছতা এবং ভিডিও প্লেব্যাকের মতো অসংগতিপূর্ণ বিষয়গুলো যাচাই করে নতুন এআই অনলাইন স্ক্যামের সঙ্গে যুক্ত ভিডিও এবং চিত্রগুলোর একটি বিশাল ডাটাসেটের ওপর প্রশিক্ষিত। এটি মাত্র ৩ সেকেন্ডে কাজ করতে সক্ষম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন