টাঙ্গাইলে দুজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জ, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, নীলফামারী, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আরো সাতজনের প্রাণহানি হয়েছে। গতকাল বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বিস্তারিত সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো খবরে-

টাঙ্গাইল: নীলফামারী থেকে অনিতা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসছিল। গতকাল ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে ট্রাকে থাকা বিদ্যুতের খুঁটি ভেতরে ঢুকে দুজন নিহত হন। নিহতরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।

হবিগঞ্জ: জেলার বানিয়াচংয়ে ট্রাকের ধাক্কায় একটি টমটম উল্টে হাওরে পড়ে যায়। এতে মিরজাহান মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল দুপুরে উপজেলার সুনারু নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরজাহান মিয়া বানিয়াচংয়ের চতুরঙ্গরায়ের পাড়া মহল্লার আব্দুল বারিকের ছেলে। তিনি উল্টে যাওয়া টমটমের চালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার উপপরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ।

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় শ্যালো ইঞ্জিনচালিত দুটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল হোসেন (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্য চালক ইব্রাহিম আলী (৪০)। গতকাল সকালে চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক সড়কের জয়রামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেন উপজেলার হাপানিয়া গ্রামের মোহাম্মদ আমির আলীর ছেলে। আহত ইব্রাহিম হোসেন একই উপজেলার ভালাইপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রঞ্জু মিয়া (৫৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার তুষভাণ্ডার চৌধুরী মোড়ের শ্রুতিধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জু মিয়া উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্রামের মৃত ভেলু শেখের ছেলে। তিনি স্থানীয় বাজারে সুপারি ব্যবসা করতেন। কালীগঞ্জ থানার ওসি  ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নীলফামারী: ট্রাকের ধাক্কায় সৈয়দপুরে মো. সাজু (৪৭) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল শহরের ওয়াপদাসংলগ্ন মুজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু জেলার জলঢাকার বাবুল্লাপাড়ার মফেল উদ্দীনের ছেলে।

কুমিল্লা: চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান উল্টে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মেহেদী হাসান নড়াইলের লোহাগড়া থানার শুলটিয়া গ্রামের বাসিন্দা। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

মুন্সিগঞ্জ: গজারিয়ায় গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। নিহত সোহাগ হাওলাদার (২৭) সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের সহিদ হাওলাদারের ছেলে। তিনি পিকআপের হেলপার ছিলেন। আহত পিকআপ ভ্যানচালক অহিদুল (২২) একই উপজেলার উত্তর পাথরঘাটা গ্রামের মাহবুব মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে বাউশিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা: সদর উপজেলার তুলসীঘাটে বাসচাপায় নাফিজ শাহরিয়ার আকাশ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট হেলিপ্যাডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজ শাহরিয়ার আকাশ গাইবান্ধা পৌর শহরের শামসুল ইসলামের ছেলে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন