টেনসর জিফাইভ চিপ তৈরির শেষ দিকে গুগল

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

গুগলের নিজস্ব টেনসর জি ফোর চিপসহ পিক্সেল নাইন সিরিজ এরই মধ্যে বাজারে চলে এসেছে। জানা গেছে পিক্সেল টেনের জন্য টেনসর জিফাইভ চিপের উন্নয়নকাজও প্রায় শেষ দিকে নিয়ে এসেছে গুগল। খবর গিজচায়না।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, চিপের উন্নয়নে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) সঙ্গেই কাজ করছে গুগল। কোম্পানিটি টিএসএমসির দ্বিতীয় প্রজন্মের শক্তিশালী তিন ন্যানোমিটার প্রসেস (এনথ্রিই) ব্যবহার করবে।

টেনসর চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে গুগলের সম্পৃক্ততা ক্রমেই কমে এসেছে। ফলে গুগলের নিজস্ব ডিজাইনে টেনসর জিফাইভ চিপ তৈরি হচ্ছে। এর মাধ্যমে চিপ তৈরিতে গুগলের সক্ষমতার বিষয় প্রকাশ্যে এসেছে। এছাড়া পিক্সেল টেন বাজারজাতের আগে চিপটির কার্যক্ষমতা পরীক্ষার সুযোগ পাবে গুগল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন