অপহরণ, চাঁদা দাবি

সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তাসহ ছয়জনের ২১ বছর কারাদণ্ড

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচালক সহকারীকে অপহরণ, চাঁদা দাবি এবং ২৫২ বস্তা পেঁয়াজ লুটের মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে পুলিশের এসআইসহ পাঁচজনকে পৃথক দুটি ধারায় ২১ বছরের সাজা দেয়া হয়েছে। একই সঙ্গে দুটি ধারায় প্রত্যককে ৪০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অন্য আসামিকে দুই বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

গতকাল দুপুরে সিরাজগঞ্জ জেলা দায়রা জজ এম আলী আহমেদ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে সাব্বির আলম সবুজ ছাড়া সবাই পলাতক।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস জানান, ২০১৭ সালের ১০ জুলাই চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দর থেকে ২৫২ বস্তা ভারতীয় পেঁয়াজ নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন চালক মো. মোরশেদ আলী তার সহকারী রবিউল। পথে পুলিশ সদস্য পরিচয়ে আসামিরা ট্রাকের চালক সহকারীকে প্রাইভেট কারে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ট্রাকের মালিকের কাছ থেকে লাখ টাকা চাঁদা দাবি করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন