আরেকটি লুমিয়া ফোন নিয়ে কাজ করেছে এইচএমডি

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

বর্তমানে নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করে এইচএমডি গ্লোবাল। সম্প্রতি কোম্পানিটি লুমিয়া নামের স্মার্টফোন তৈরিতে কাজ করার কথা জানিয়েছে। স্কাইলাইন সিরিজের মাধ্যমে এবার আরো একটি লুমিয়া ফোন বাজারজাতে কাজ করছে কোম্পানিটি। খবর গিজমোচায়না।

গত মাসের শুরুতে স্কাইলাইন নামের ডিভাইস নিয়ে কাজের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। একটি সূত্রে জানা যায়, এইচএমডি বর্তমানে স্কাইলাইন জিটু নামের আরেকটি ডিভাইস নিয়ে কাজ করছে। তবে এটি আগের ডিভাইসের উত্তরসূরি নাকি নতুন স্মার্টফোন সে বিষয়ে কিছু জানা যায়নি। স্কাইলাইনের প্রথম ডিভাইসটিই আনুষ্ঠানিকভাবে এখনো বাজারে আসেনি। তাই জিটু কবে নাগাদ বাজারে আসবে সেটি এখনো নিশ্চিত নয়।

স্কাইলাইন ডিভাইসের মতো জিটুতেও ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হতে পারে। তবে এতে কত মেগাপিক্সেল সেন্সর দেয়া হবে সে সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। টিপস্টারের তথ্যানুযায়ী, ডিভাইসটিতে ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা হতে পারে। এছাড়া এতে টেলিফটো, আল্ট্রাওয়াইডসহ বিভিন্ন ক্যামেরা থাকতে পারে। প্রযুক্তিবিশারদ ও সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, এইচএমডি হয়তো ফটোগ্রাফারদের কথা মাথায় রেখে জিটু স্মার্টফোনটি নিয়ে কাজ করছে।

আগের ও নতুন ডিভাইসের মধ্যে বড় পার্থক্য হচ্ছে এর ডিসপ্লে বেজেল। নতুন ডিভাইসের বেজেল আগেরটির তুলনায় সরু থাকবে বলে সূত্রে জানা গেছে। স্কাইলাইন ডিভাইসের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেলেও জিটুর বিষয়ে এখনো সেভাবে কিছু জানা যায়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন