ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি

ছবি : সংগৃহীত

ফ্রিজ কেনার আগে সেটি স্বাস্থ্যসম্মত কিনা, তাও দেখে নেয়া জরুরি। কারণ স্বাস্থ্যকর উপায়ে খাবার সংরক্ষণ না করলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ন্যানো হেলথ কেয়ার টেকনোলজির স্বাস্থ্যসম্মত ফ্রস্ট ফ্রিজ কিনলে পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব। ফ্রিজের গায়ে যুক্ত থাকা স্টিকারে অবশ্য এসব তথ্য দেয়া থাকে।

কপার কনডেন্সর

কেনার আগে জেনে নিতে হবে ফ্রিজটির কনডেন্সর কিসের তৈরি। যদি কপার কনডেন্সর দিয়ে তৈরি হয়ে থাকে তবেই কেনা উচিত। কপার কনডেন্সরযুক্ত ফ্রিজের কম্প্রেসরের সঙ্গে তামার তৈরি কুলিং সিস্টেম পাইপ থাকে, যেগুলো পেছনে ও বডির ভেতরে থাকে। কপার কনডেন্সরযুক্ত ফ্রিজ অনেক টেকসই ও বিদ্যুৎ সাশ্রয়ী হয়। সেই সঙ্গে গ্যাস লিকেজ হয় না, মরিচা পড়ে না, ক্যাপিলারি জ্যাম হয় না আর ফ্রিজের ভেতরটা দ্রুত ঠাণ্ডা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন