বেনজেমার অনেক অর্জনের ম্যাচের রিয়ালের জয়

বণিক বার্তা ডেস্ক

গত রোববার তিন মাস পর মাঠে ফিরেই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিজের ২০০তম জয় দেখেন জিনেদিন জিদান। বৃহস্পতিবার পরের ম্যাচে দারুণ এক মাইলফলকে পৌঁছানোর মধ্য দিয়ে দলকে জেতালেন জিদানের স্বদেশী করিম বেনজেমা। বৃহস্পতিবার রাতে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে মাদ্রিদ জায়ান্টরা। জোড়া গোল করেন বেনজেমা। এর মধ্য দিয়ে তিনি টপকে যান রিয়ালের হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে। 

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর বেনজেমার কল্যাণে ৬১ মিনিটে প্রথম গোলের দেখা যায় রিয়াল। এডেন হ্যাজার্ডের পাস থেকে গোলটি করেন তিনি। এর মধ্য দিয়ে বেনজেমা ২৪২ গোলে পৌঁছে ছুঁয়ে ফেলেন পুসকাসকে। ৮৬ মিনিটে আরেক গোল করে কিংবদন্তিকে পেছনে ফেলেন ফ্রান্স জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া এই স্ট্রাইকার। এই গোলটি ছিল আরো অনবদ্য। ডান পায়ে বল রিসিভ করে বাম পায়ের ভলিতে জালে জড়িয়ে দেন। তার দুই গোলের মাঝে ৭৪ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি করেন মার্কো অ্যাসেনসিও, যিনি ইনজুরি কাটিয়ে মাঠে ফেরেন ৩২৯ দিন পর। 

রিয়ালের হয়ে গোলদাতাদের তালিকায় বেনজেমা এখন পঞ্চম স্থানে। অবশ্য পুসকাসের রেকর্ড ভাঙতে তার চেয়ে প্রায় দ্বিগুণ ম্যাচ খেলেছেন বেনজেমা। ফরাসি তারকা এখন পর্যন্ত খেলেছেন ৫০৩ ম্যাচ, পুসকাস খেলেন ২৬২ ম্যাচ!

৪৫০ গোল করে নিজেকে অন্যদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান ২০১৮ সালে জুভেন্টাসে নাম লেখানো ক্রিস্টিয়ানো রোনালদো। তার পরেই আছেন স্পেনের রাউল (৩২৩ গোল), আর্জেন্টাইন গ্রেট ডি স্টেফানো (৩০৮ গোল) ও স্পেনের স্যান্টিলানা (২৯০ গোল)। এই চার গ্রেটের পরই নিজের নামটি লেখালেন বেনজেমা। 

পরশু আরেক কীর্তি গড়েছেন বেনজেমা। রিয়ালের হয়ে ন্যূনতম আট মৌসুম ২০ গোল করা চতুর্থ খেলোয়াড় তিনি। তালিকার অন্য তিন সদস্য হলেন রোনালদো, রাউল ও ডি স্টেফানো। 

চলতি মৌসুমে ২১ গোল হয়ে গেল বেনজেমার। সংখ্যাটি আরো বাড়ানোর সুযোগ রয়েছে। সর্বোচ্চ ৩২ গোল করার কীর্তি আছে তার ২০১১/১২ মৌসুমে। লা লিগায় ১৬ গোল নিয়ে চলতি মৌসুমে রেসে আছেন লিওনেল মেসির সঙ্গে। বার্সা সুপারস্টার করেছেন ২০ গোল। 

এদিকে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ইদুর-বিড়াল খেলা চলছেই। বার্সেলোনা এগিয়ে যায় তো পরের ম্যাচেই ব্যবধান কমায় রিয়াল। এক ম্যাচ বেশি খেলা বার্সা ঘরের মাঠে লেগানেসকে হারিয়ে এগিয়ে গিয়েছিল ৫ পয়েন্টে। বৃহস্পতিবার রাতের জয়ে সেই ব্যবধান আবারো কমিয়ে দুইয়ে নামিয়ে আনে জিদানের দল। ২৯ রাউন্ড শেষে বার্সার সংগ্রহ ৬৪, আর রিয়ালের ৬২।

বার্সেলোনার ওপর চাপ তৈরি করা নিয়ে জিদান বললেন, ‘আমরা জানি এমনটা শেষ পর্যন্ত চলতে থাকবে, কিন্তু আমরা আজ ম্যাচের ফলাফল নিয়ে দারুণ খুশি। সব দিক বিবেচনায় এটা ছিল নিখুঁত একটা ম্যাচ, এবার পরের ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে নিয়ে ভাবতে হবে আমাদের।’

সূত্র: বিবিসি ও মার্কা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন