২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আট ভেন্যু চূড়ান্ত

বণিক বার্তা অনলাইন

কোলাজ বণিক বার্তা

পরবর্তী অর্থাৎ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ গড়াবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাঠে। তার তিন বছর আগেই চূড়ান্ত করা হলো দক্ষিণ আফ্রিকার ৮ ভেন্যু। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি এ খবর নিশ্চিত করেছেন।  

দক্ষিণ আফ্রিকার নিয়মিত টেস্ট ভেন্যু জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড ও গেবেরার সেন্ট জর্জেস পার্কে হবে বিশ্বকাপের খেলা। এ ছাড়া অন্য ভেন্যুগুলো হলো ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক ও ইস্ট লন্ডনের বাফেলো পার্ক। 

আফ্রিকান নিউজ ২৪-কে মোসেকি বলেছেন, দক্ষিণ আফ্রিকার আট ভেন্যু বাছাই করা হয়েছে ‘বৈজ্ঞানিক’ কারণ বিবেচনা করে। বিমানবন্দর থেকে দূরত্ব ও হোটেল রুমের সহজলভ্যতা বিবেচনায় রাখা হয়েছে এক্ষেত্রে।

২০২৭ সালের অক্টোবর ও নভেম্বরে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা পরবর্তী ওডিআই বিশ্বকাপ। তার আগে চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ২০২৫ সালে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন