দুর্দান্ত প্রত্যাবর্তনে পিএসজিকে হারাল বার্সা

বণিক বার্তা অনলাইন

ছবি: এপি

ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নেমেছিল প্যারিস সেন্ট জার্মেই। উত্তেজনা ছড়ানো ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-২ গোলে জিতেছে কাতালান জায়ান্টরা। 

স্প্যানিশ চ্যাম্পিয়নদের এমন জয়ে নেতৃত্ব দিলেন রাফিনহা। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডই দলকে ফেরান কক্ষপথে। তার দেখানো পথ ধরে প্যারিসে দারুণ এক জয় পায় বার্সেলোনা।

খেলার শুরুতে বেশ উজ্জীবিত ছিল পিএসজি। বলা যায়, প্রথম ২০ মিনিট পিএসজির কাছে পাত্তাই পায়নি বার্সেলোনা। বার্সার দুর্গে হানা দিচ্ছিলেন কিলিয়ান এমবাপ্পে, মার্কো আসেনসিওরা। এর মধ্যে একাদশ মিনিটে আসেনসিওর বাঁকানো শট দুইবারের প্রচেষ্টায় থামান বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের-স্টেগান।

তবে সময়ের সঙ্গে নিজেদের গুছিয়ে নেয় বার্সা। ২০তম মিনিটে অল্পের জন্য গোলের দেখা পাননি রাফিনহা। তার শট ব্লকড হওয়ার পর বল চলে যায় গুন্দোগানের পায়ে। জার্মান মিডফিল্ডারের বাঁকানো ক্রসে বল মাঝখানে পেয়ে পোস্টের দিকে ঠেলে পাঠিয়েছিলেন বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। তবে গোলরক্ষক দুন্নারুম্মার ভাগ্য সহায় হয়, গোললাইন থেকে সেভ করেন মেন্দেস।

৩৭তম মিনিটে গোলের দেখা পায় স্প্যানিশ ক্লাবটি। বার্সার তরুণ তারকা ইয়ামালের নিচু ক্রস ঠেকাতে গিয়ে শুধু আঙুল দিয়ে স্পর্শ করতে সক্ষম হন দুন্নারুম্মা। বল চলে যায় বক্সে আনমার্কড অবস্থায় থাকা রাফিনহার কাছে, খালি জালে অনায়াসেই বল পাঠিয়ে দেন তিনি।  

বিরতির পর ফিরেই দুই মিনিটের ব্যবধানে দুইবার জাল কাঁপিয়ে লিড নেয় পিএসজি। ৪৮ মিনিটে এমবাপ্পে বাইলাইন থেকে বল ফেরত পাঠাতে বাধ্য হন। বল নিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের রকেট গতির শটে জালে বল জড়ান দেম্বেলে। ক্লাবটির হয়ে সাবেক ক্লাবের বিপক্ষে এটি ছিল তার দ্বিতীয় গোল।

দুই মিনিট পর কাং-ইন বক্সের ডানপ্রান্ত থেকে ফ্যাবিয়ানকে বল দেন। তার বাড়ানো পাসে ক্ষিপ্রতার সঙ্গে দৌড়ে গিয়ে বল জালে জড়ান ভিতিনহা। বার্সা কিপার টের স্টেগেন বল ঠেকানোর সময়ই পাননি। ২-১ গোলে এগিয়ে যায় পিএসজি। 


৬১তম মিনিটে লামিনে ইয়ামাল ও সের্হি রবের্তোকে তুলে নিয়ে হুয়াও ফেলিক্স ও পেদ্রিকে নামান বার্সা কোচ জাভি। পরের মিনিটেই এর সুফল পেয়ে যান তিনি। নেমেই গোলে সহায়তা করেন পেদ্রি। তার বাড়িয়ে দেওয়া বল নিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে দুন্নারুমাকে পরাস্ত করেন রাফিনহা। তার জোড়া গোলে ২-২ সমতা ফেরে খেলায়।


বার্সার আক্রমণে বিপর্যস্ত পিএসজি আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৭৬তম মিনিটে রাফিনহাকে তুলে নেয় বার্সা। তার জায়গায় আসেন ফেরান তোরেস। ফ্র্যাঙ্কি ডি ইয়ংগের জায়গায় নামে ক্রিস্টেনসেন। তিনিও নেমেই সাফল্য পেয়ে যান। মাঠে নামার পরের মিনিটেই গুন্দোয়ানের বাঁকানো লম্বা পাসে বল বক্সে উড়ে আসে। গোলরক্ষক তখনও নাড়াচাড়া করার সময়টুকু পাননি। ছয় গজ বক্স থেকে হেডে বল জালে জড়িয়ে দেন ক্রিস্টেনসেন। ৩-২ গোলে এগিয়ে যায় বার্সা। বাকি সময় দুই দল উল্লেখযোগ্য কোনো আক্রমণ শানাতে পারেনি। 

৩-২ গোলের জয়ে এমবাপ্পেদের নিস্তব্ধ করে সেমিফাইনালের পথে এগিয়ে থাকলো বার্সা। আগামী ১৬ এপ্রিল ন্যু ক্যাম্পে হবে দ্বিতীয় লেগের খেলা। 

এদিকে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচের প্রথম লেগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্ট্মুন্ডকে ১-২ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন