টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক

ছবি: বিসিবি

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী শুক্রবার চট্টগ্রামে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

 

আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। এই আসরের আগে ঘরের মাঠে শেষবারের মতো কোনো সিরিজ খেলতে নামছে বাংলাদেশ।

 

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর মধ্যে বাংলাদেশ ১৩টি ও জিম্বাবুয়ে সাতটিতে জিতেছে। সর্বশেষ ২০২২ সালে ৩০ অক্টোবর ব্রিসবেনে বিশ্বকাপ ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দুই দলের প্রথম দেখা ২০০৬ সালে খুলনা। সেই ম্যাচে ৪৩ রানের জয় পায় বাংলাদেশ। এরপর আরো ১৯ ম্যাচে দুই দলের লড়াই হয়, যাতে বাংলাদেশই এগিয়ে রয়েছে। 

 

দুই দল মোট সাতটি টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ তিনটি ও জিম্বাবুয়ে একটি সিরিজ জিতেছে। ড্র হয়েছে বাকি তিনটি সিরিজ। দল দুটি সর্বশেষ সিরিজ খেলে ২০২২ সালে। সেবার নিজেদের মাঠে সিরিজটা ২-১-এ জিতে নেয় জিম্বাবুয়ে।

 

আগামী ৩, ৫ ও ৭ মে তিনটি ম্যাচ চট্টগ্রাম এবং ১০ ও ১২ মে মিরপুরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন