গুচ্ছের ‘এ’ ইউনিটে পাসের হার ৩৩.৯৮ শতাংশ

বণিক বার্তা প্রতিনিধি, যশোর

ছবি : সংগৃহীত

গুচ্ছভুক্ত দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। পাসের হার ৩৩ দশমিক ৯৮ শতাংশ। গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ফল ঘোষণা করেন।

তিনি বলেন, এ বছর ‘‌এ’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯ পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৩৯১ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ৫০ হাজার ৭৬০ শিক্ষার্থী ৩০ নম্বরের ওপর পেয়ে কৃতকার্য হয়েছে। সে হিসাবে পাসের হার ৩৩ দশমিক ৯৮ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৯৮ হাজার ৫৪৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৯৬ শতাংশ। এছাড়া শূন্য ৬ শতাংশ অর্থাৎ ৮৪ শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে। ‘এ’ ইউনিটে গতবার পাসের হার ছিল ৪৩ দশমিক ৩৫ শতাংশ।’

আগামী ৩ মে ‘বি’ ইউনিটে মানবিক ও ১০ মে ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের বেলা ১১টা-১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন