রাজবাড়ীতে ভোট দিতে এসে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি. রাজবাড়ী

ছবি : বণিক বার্তা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে অসুস্থ হয়ে মো. ইউসুফ আলী মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকাল দশটার দিতে ভোট দিতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। ইউসুফ আলী মন্ডল নবাবপুর ইউনিয়নের সোনাপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি একই এলাকার হানু মন্ডলের সন্তান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে নবাবপুর ইউনিয়নের বড়ইচারা ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন ইউসুফ মন্ডল। প্রচণ্ড গরম আবহাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। তাদের ধারণা স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম বলেন, ভোট দিতে এসে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছে বলে শুনেছি। তিনি আগে থেকে অসুস্থ ছিলেন। ভোট দিতে এসে অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন