ভোটার উপস্থিতি কম নওগাঁর তিন উপজেলায়

বণিক বার্তা প্রতিনিধি, নওগাঁ

ছবি : বণিক বার্তা

সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও নওগাঁর সাপাহার উপজেলার সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল। 

ভোটারশূন্যতা নিয়ে হতাশা প্রকাশ করে কেন্দ্রের আনারস প্রতীকের পোলিং এজেন্ট রোকসানা বেগম বণিক বার্তাকে বলেন, ভোটগ্রহণের শুরু থেকেই ভোটার উপস্থিতি কম। দুই একজন করে এসে ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ ভোটার আসার অপেক্ষায় বসে থাকতে থাকতে পা ব্যথা শুরু হয়েছে। তাই বাইরে হাঁটাহাঁটি করছি।

দুপুরের পর ভোটারের উপস্থিতি বাড়তে পারে জানিয়ে কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এ কেন্দ্রটি নারী ভোটারের। এখানে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮৮৫ জন। ৯টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত ২৩ শতাংশ ভোট পড়েছে। মহিলা ভোটাররা হয়তো বাড়িতে কাজে ব্যস্ত। দুপুরে খেয়ে তারা আসতে পারেন। 

শুধু এ একটি কেন্দ্রই নয়। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় অনুষ্ঠিত সবগুলো ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতির হার কম ছিল। এ তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থীসহ মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ৩৮৫ জন। পোরশা ও নিয়ামতপুর উপজেলায়ও ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে একযোগে তিন উপজেলার ১৭১টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

মিডিয়া সেলে পাঠানো এক বার্তায় নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, দুপুর ২টা পর্যন্ত জেলার নিয়ামতপুর উপজেলায় ৩২ দশমিক ২৭ শতাংশ, পোরশা উপজেলায় ৪১ দশমিক ৬২ শতাংশ এবং সাপাহার উপজেলায় ৩৬ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন