ইউএসডিএর প্রতিবেদন

আগামী বিপণন বর্ষে বৈশ্বিক ভুট্টা উৎপাদন বৃদ্ধির আভাস

বণিক বার্তা ডেস্ক

আগামী বিপণন বর্ষে বিশ্বব্যাপী ভুট্টা উৎপাদন ১২২ কোটি টনে উন্নীত হতে পারে ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী ভুট্টা উৎপাদন আগামী বিপণন বর্ষে (২০২৪-২৫) বাড়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। ইউক্রেন ও জাম্বিয়ায় ঊর্ধ্বমুখী উৎপাদন বিশ্বব্যাপী মোট উৎপাদন বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। সম্প্রতি ওয়ার্ল্ড এগ্রিকালচারাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেটস (ডব্লিউএএসডিএ) শীর্ষক প্রতিবেদনে মার্কিন কৃষি বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল।

ইউএসডিএর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর থেকে আগামী বছরের আগস্ট পর্যন্ত বিশ্বব্যাপী ভুট্টা উৎপাদন গত বিপণন বর্ষের তুলনায় ৬১ লাখ টন বেড়ে ১২২ কোটি টনে উন্নীত হতে পারে। 

এর আগে মে মাসে দেয়া এক পূর্বাভাসে ইউএসডিএ জানিয়েছিল, ২০২৪-২৫ বিপণন বর্ষে ইউক্রেনে মোট ২ কোটি ৭০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে। সর্বশেষ পূর্বাভাসে তা বাড়িয়ে ২ কোটি ৭৭ লাখ টনে উন্নীত করা হয়েছে। এ সময় দেশটির ভুট্টা রফতানির পূর্বাভাসও বাড়িয়েছে ইউএসডিএ। গত মাসে ইউক্রেন মোট ২ কোটি ৪০ লাখ টন ভুট্টা রফতানি করতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। সম্প্রতি প্রকাশিত পূর্বাভাসে তা বাড়িয়ে ২ কোটি ৪৫ লাখ টনে উন্নীত হতে পারে বলে জানানো হয়েছে। 

এদিকে রাশিয়ায় ভুট্টা উৎপাদন কমে যাওয়ার আভাস দিয়েছে ইউএসডিএ। এর আগে দেয়া পূর্বাভাসে দেশটিতে মোট ১ কোটি ৬০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে বলে জানানো হয়েছিল। সম্প্রতি প্রকাশিত পূর্বাভাসে তা ১ কোটি ৫৪ লাখ টনে নামিয়ে আনা হয়েছে। এছাড়া মে মাসে প্রকাশিত প্রতিবেদনে মার্কিন কৃষি বিভাগ জানিয়েছিল, রাশিয়া আগামী বিপণন বর্ষে ৫২ লাখ টন ভুট্টা রফতানি করতে পারে। কিন্তু সর্বশেষ প্রতিবেদনে তা কমিয়ে ৫০ লাখ টনে নামিয়ে আনা হয়েছে। 

ডব্লিউএএসডিএ প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে ভুট্টা চাষের আবাদযোগ্য জমির পরিমাণ বেড়েছে। কিন্তু রাশিয়ার তা কমেছে। 

এদিকে আগামী বিপণন বর্ষে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকার দেশগুলোয় ভুট্টা উৎপাদনের পূর্বাভাস গত মাসের তুলনায় অপরিবর্তিত রেখেছে ইউএসডিএ। এ সময় যুক্তরাষ্ট্রে ইথানল প্রস্তুতে ব্যবহার হয়, এমন ভুট্টা ৫৪৫ কোটি বুশেল উৎপাদন হতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া ২০২৪-২৫ বিপণন বর্ষে ভুট্টার গড় মূল্য প্রতি বুশেল ৪ ডলার ৪০ সেন্টে স্থিতিশীল থাকতে পারে। 

প্রতিবেদনে ইউএসডিএ আরো জানায়, ব্রাজিলে আগামী বিপণন বর্ষে ১২ কোটি ৭০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে। আর এ সময় দেশটি ৪ কোটি ৯০ লাখ টন ভুট্টা রফতানি করবে। এর আগে মে মাসে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ দেশটিতে ভুট্টা উৎপাদন ও রফতানির একই পূর্বাভাস দিয়েছিল। আর্জেন্টিনার জন্যও আগামী বিপণন বর্ষে ভুট্টা উৎপাদন ও রফতানির পূর্বাভাস গত মাসের তুলনায় অপরিবর্তিত রেখেছে ইউএসডিএ। এ সময় দেশটি ৫ কোটি ১০ লাখ ভুট্টা উৎপাদন এবং ৩ কোটি ৬০ লাখ টন রফতানি করতে পারে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন