গম আমদানিতে শুল্ক কমাবে ভারত

বণিক বার্তা ডেস্ক

মূল্যস্ফীতি মোকাবেলায় শুল্ক কমানোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার ছবি: রয়টার্স

গম আমদানিতে শুল্ক কমাতে পারে ভারত। মূল্যস্ফীতি মোকাবেলায় এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। চলতি মৌসুমে ভারতে রেকর্ড পরিমাণ গম উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে। দেশটি আশা করছে, শুল্ক কমানোর ফলে গম আমদানি বাড়বে। এছাড়া সরবরাহ বাড়লে বিশ্ববাজারে খাদ্যশস্যটির দাম স্থিতিশীল হতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম। 

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) পূর্বাভাস অনুসারে, ভারতে ২০২৩-২৪ বিপণন বর্ষে গমের উৎপাদন রেকর্ড ১১ কোটি টনে উন্নীত হতে পারে। আর পরের বছর খাদ্যশস্যটির উৎপাদন পৌঁছতে পারে ১১ কোটি ৪০ লাখ টনে। 

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো কিছু পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। বাজারে গমের কৃত্রিম সংকট ঠেকাতে সম্প্রতি পাইকারি পর্যায়ে সর্বোচ্চ তিন হাজার টন ও খুচরা পর্যায়ে ১০ টনের মজুদসীমা বেঁধে দেয়া হয়েছে। আগামী ২০২৫ সালের মার্চ পর্যন্ত এ সীমা বহাল থাকবে। এমন পদক্ষেপ দীর্ঘমেয়াদে মজুদদারি রোধ ও বাজার স্থিতিশীল রাখবে বলে আশা করা হচ্ছে। 

এর আগে তাপপ্রবাহে ফসলের ক্ষয়ক্ষতি ও স্থানীয় পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় ২০২২ সালের মে মাসে গম রফতানি নিষিদ্ধ করে ভারত। অভ্যন্তরীণ সরবরাহ অক্ষুণ্ন রাখা ও মূল্যস্ফীতি মোকাবেলার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছিল। এ নিষেধাজ্ঞা চলতি বছরও বহাল রয়েছে। শিগগিরই তা প্রত্যাহারের সম্ভাবনাও নেই। 

তবে এসব পদক্ষেপ সত্ত্বেও দেশটিতে গমের সংকট প্রত্যাশিত হারে কমছে না। চলতি বছরের মে মাসে দেশটির সরকারি গুদামে গমের মজুদ ২০০৮ সালের পর সবচেয়ে কমে গেছে। এ সময় মজুদ আগের বছরের চেয়ে ১০ শতাংশ হারে কমেছে। গত দুই বছর দেশটিতে গমের উৎপাদন কমে গেছে। ফলে স্থানীয় গমের সরবরাহ বাড়ানো এবং দাম স্থিতিশীল রাখতে সরকারি মজুদ থেকে গম বিক্রি রেকর্ড পরিমাণ বেড়েছে। 

চীনের পর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ। তা সত্ত্বেও ২০১৭-১৮ বিপণন বর্ষের পর দেশটি ১০ লাখ টনের বেশি গম রফতানি করতে পারেনি। বরং দেশটিতে গমের আমদানি বাড়তে পারে। এফএএসের পূর্বাভাস অনুসারে, ২০২৩-২৪ সালে দেশটির গম আমদানি দ্বিগুণ বেড়ে ১২ কোটি টনে পৌঁছবে। আর ২০২৪-২৫ সালে তা তিন লাখ টন বেড়ে যাবে। 

এদিকে আন্তর্জাতিক বাজারে গমের দাম বেড়েছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল বুশেলপ্রতি (১ বুশেলে ৬০ পাউন্ড) গমের দাম আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ  বেড়েছে। এতে প্রতি বুশেল গমের মূল্য নির্ধারিত হয়েছে ৫ ডলার ৬৪ সেন্ট। 

এর আগে বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে গমের দাম নিম্নমুখী ছিল। গত দুই মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছিল এ পণ্যের দাম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন