টি-২০ বিশ্বকাপ ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত

ক্রীড়া ডেস্ক

ছবি: ভারতীয় ক্রিকেট বোর্ড
Default Image

বার্বাডোজের কেনসিংটন ওভালে আজ শনিবার নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। ২০১২ সালের পর এই প্রথম ফাইনালে আগে ব্যাটিং নিলেন নিলেন টসজয়ী অধিনায়ক।

 

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামও টস জিতলে আগে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন।

 

এই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা কোনো দলেরই একাদশে পরিবর্তন আসেনি।

 

সেমিফাইনালে ভারত হারিয়েছে ইংল্যান্ডকে, আর দক্ষিণ আফ্রিকা উড়িয়ে দেয় আফগানিস্তানকে। ভারত ২০০৭ সালে অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয়। তারা দ্বিতীয় শিরোপার খোঁজে খেলতে নামছে আজ। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এই প্রথম কোনো বিশ্বকাপের ফাইনাল খেলছে। এইডেন মার্করামের দল শিরোপা জিততে মরিয়া।

 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।

 

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া ও তাবরাইজ শামসি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন