২০২৩-২৪ অর্থবছর

২৮ হাজার ৮৫২ কোটি টাকার কর আহরণ করেছে এলটিইউ

নিজস্ব প্রতিবেদক

ছবি: বণিক বার্তা

রাজস্ব আহরণে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেয়া লক্ষ্যমাত্রার একটি অংশের জোগান দেয় বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। দেশের ব্যাংকিং খাত, বৃহৎ কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ও বৃহৎ ব্যক্তি করদাতারা এখানকার করদাতা। এলটিইউতে কর ও মূসক দুটি বিভাগ এই রাজস্ব আহরণ করে থাকে।

সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে ৩৩ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে এলটিইউর কর বিভাগ মোট ২৮ হাজার ৮৫২ কোটি টাকার কর আহরণ করেছে। ২০২২-২০২৩ অর্থবছরে ২৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছিল ২৫ হাজার ৮৫৮ কোটি টাকা।

এলটিইউ সূত্রে জানা গেছে, প্রত্যক্ষ করের বিশাল একটি অংশ তারা আহরণ করে। ২০২৩-২০২৪ অর্থবছরে এলটিইউকে কর আহরণের লক্ষ্যমাত্রা দেয়া হয় ৩৫ হাজার কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা কমিয়ে ৩৩ হাজার কোটি টাকা করা হয়। ২০২২-২০২৩ অর্থবছরে পুরো আয়কর বিভাগ প্রত্যক্ষ কর আহরণ করে ১ লাখ ১৩ হাজার ৩৪৬ কোটি টাকা। এর মধ্যে এলটিইউর আহরণ ছিল ২৫ হাজার ৮৫৮ কোটি টাকা। অর্থাৎ, প্রত্যক্ষ করের ২২.৮১ শতাংশ কর আহরণ করেছে এলটিইউ।

তবে, ২০২৪-২৫ অর্থবছরে তাদের দেয়া লক্ষ্যমাত্রা এখনো জানা যায়নি।

এলটিইউর মূল্য সংযোজন কর (মূসক) বিভাগ সূত্রে জানা গেছে, গত জুন মাসে তারা ৪ হাজার ৬৬৪ কোটি টাকার রাজস্ব আহরণ করেছেন। এলটিইউ কর বিভাগ সূত্রে জানা গেছে, জুন মাসে ১০ হাজার ৪৩৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৭ হাজার ছয়শ টাকা আদায় হয়েছে। মে মাসে ২ হাজার ৫৫৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ২ হাজার ১৭৫ কোটি টাকা আদায় হয়েছে। এপ্রিল মাসে ৯৪৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ১ হাজার ২৫ কোটি টাকা আদায় হয়েছে। মার্চ মাসে ৩ হাজার ৯৮৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৩ হাজার নয়শ কোটি টাকা আদায় হয়েছে। ফেব্রুয়ারি মাসে ১ হাজার ৯৩ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ১ হাজার ৪২৫ কোটি টাকা আদায় হয়েছে। জানুয়ারি মাসে ৯৬৪ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ১৩শ কোটি টাকা আদায় হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ৩ হাজার ৫৮০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৩ হাজার ৫৮৫ কোটি টাকা আদায় হয়েছে। নভেম্বর মাসে ১ হাজার ৬৪৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ১ হাজার ১৯৫ কোটি টাকা আদায় হয়েছে। অক্টোবর মাসে ১ হাজার ৮৬১ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ১ হাজার ২৪২ কোটি টাকা আদায় হয়েছে। সেপ্টেম্বর মাসে ৩ হাজার ২২২ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৩ হাজার ৬৯৫ কোটি টাকা আদায় হয়েছে। আগস্ট মাসে ১ হাজার ৫০৩ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ১ হাজার ৬০ কোটি টাকা আদায় হয়েছে। অর্থবছরের শুরুতে, অর্থাৎ, গত জুলাই মাসে ১ হাজার ৫০৪ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৫০ কোটি টাকা আদায় হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন