হৃদরোগ বিশেষজ্ঞকে পাশে রেখে খেলা দেখেছেন বিসিবি কর্তারা

বণিক বার্তা অনলাইন

সংগৃহীত
Default Image

বিশ্বকাপে শনিবার শ্রীলংকার বিপক্ষে জয় পাওয়ার আগে বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিল ছন্নছাড়া। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১-এ টি-টোয়েন্টি সিরিজ হারের পর প্রস্তুতি ম্যাচে ভারতে সঙ্গে বাজেভাবে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। এরপর নতুন স্বপ্ন নিয়ে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর তাওহীদ হৃদয়ের সাহসী ব্যাটিং বাংলাদেশকে এনে দেয় ২ উইকেটের জয়। সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের ভিড়ে টাইগারদের এমন এক জয় স্বস্তিদায়ক। তবে জয়টা কিন্তু সহজে আসেনি। ১৯তম ওভার পর্যন্ত খেলতে হয়েছে, হাতে ছিল মাত্র দুই উইকেট। এমন রোমাঞ্চকর ম্যাচ দেখতে গিয়ে বেশ মানসিক চাপে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ কর্মকর্তারা। এমনকি তারা ‘হৃদরোগ বিশেষজ্ঞ’ পাশে নিয়ে বাংলাদেশের খেলা দেখেছেন!

 

ম্যাচ শেষে বোর্ড পরিচালক জালাল ইউনুস গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

 

বাংলাদেশের জয়ের পর বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ম্যাচের আগে অনেক চাপ ছিল। তবে খেলোয়াড়দের ভেতর আত্মবিশ্বাসের অভাব ছিল না। এটা ঠিক, ছোট টার্গেট অনেক সময় পচা শামুকের মতো হয়, পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে সেটি হয়নি।

এ সময়ই তিনি জানান, ম্যাচ চলাকালীন এক হৃদরোগ বিশেষজ্ঞকে পাশে নিয়ে বোর্ড কর্তারা খেলে দেখেছেন।

 

এদিকে, বিসিবি প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে জালাল ইউনুস জানান, প্রেসিডেন্ট বলেছেন, আপনারা আমার হার্টটাকে শেষ করে দিলেন।

 

এ সময় লিটন দাসের প্রশংসা করার পাশাপাশি সাকিব আল হাসানের ফর্মে ফিরে আসাটা দলের জন্য প্রয়োজন বলেও মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। এছাড়া গ্রুপ পর্ব পার হয়ে পরের রাউন্ডে যাওয়াটাকেই আপাতত মূল ফোকাসে রাখছে বাংলাদেশ দল বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন