পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে বিপদে ভারত

ক্রীড়া ডেস্ক

ছবি: এপি
Default Image

বার্বাডোজের কেনসিংটন ওভালে আজ শনিবার নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাটিং নেয়া ভারত প্রথম দুই ওভারেই হারিয়েছে দুই উইকেট। দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই রোহিত শর্মা ও ঋষভ পন্তকে ফেরান সাজঘরে। পঞ্চম ওভারে সূর্যকুমারকে আউট করেন পেসম্যান কাগিসো রাবদা। পাওয়ার প্লের ৬ ওভারশেষে স্কোর ৪৫/৩! বিরাট কোহলি ২৫ ও অক্ষর প্যাটেল ৮ রানে ব্যাট করছিলেন।

 

মার্কো ইয়ানসেনের করা প্রথম ওভার থেকেই ১৫ রান নেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কোহলি একাই ৫ বলে নেন ১৪ রান। পরের ওভারে স্পিন নিয়ে এলেন এইডেন মার্করাম। প্রথম দুই বলে রোহিত শর্মার হাতে বাউন্ডারি হজম করা কেশব মহারাজ চতুর্থ বলে সফলতা পান। তার বলে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে হেনরিখ ক্লাসেনকে ক্যাচ তুলে নেন রোহিত।

 

গত দুই ম্যাচে টানা ফিফটি করা রোহিত আজ ৫ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান।

 

নতুন ব্যাটার ঋষভ পন্ত পরের বলটি ডট দিতে সমর্থ হলেও ষষ্ঠ বলে পরাস্ত হন। সুইপ করতে গেলে পন্তের ব্যাটে টপ এজ হয়ে মাথার ওপর নিয়ে চলে যায় উইকেটকিপার কুইন্টন ডি ককের হাতে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নিয়ে আউট দেয়া হয় পন্তকে।   

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন