দুদিনের ব্যবধানে হিলিতে আদার দাম ১০০ টাকা কমেছে

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

দিনাজপুরের হিলিতে আদার দাম দুদিনের ব্যবধানে কেজিতে ১০০ টাকা কমেছে। চাহিদার তুলনায় বাড়তি সরবরাহ আমদানীকৃত আদার দাম কমাতে ভূমিকা রেখেছে।

গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, সেখানে আমদানীকৃত ভারতীয় আদার প্রয়োজনীয় সরবরাহ রয়েছে। তবে সে তুলনায় দেশী আদার সরবরাহ অনেক কম। ঈদের আগে প্রতি কেজি আদা প্রকারভেদে কেজিতে ২৮০-৩৬০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বিষয়ে হিলি বাজারের আদা বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘দেশী আদার সরবরাহ না থাকায় বেশ কিছুদিন ধরে আমদানীকৃত ভারতীয় আদা দিয়েই চাহিদা মেটানো হচ্ছিল। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আদা আমদানি অব্যাহত থাকায় সরবরাহ যেমন ভালো ছিল, তেমনি বাজার ছিল স্থিতিশীল। ডলারের দাম বাড়ায় এক মাস আগে ভারত থেকে আমদানীকৃত আদার দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। এর আগে প্রতি কেজি আদার দাম ১৬০ টাকা হলেও সে সময় তা বেড়ে ২০০ টাকায় পৌঁছায়। তবে বর্তমানে সরবরাহ বাড়ায় মসলাপণ্যটির দাম আবার কমছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন