মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা রেখে পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

পুলিশ বাহিনীতে ট্রেনিং রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩ হাজার ৬০০ জনকে নিয়োগ দেয়ার এ প্রক্রিয়ায় ১ অক্টোবর আবেদন শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা রেখে গতকাল এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তুমুল গণ-আন্দোলনে সরকার পতনের খবরে থানায় থানায় হামলা এবং এরপর পুলিশ বাহিনী অনেকটাই নিষ্ক্রিয় হয়ে যাওয়ার মধ্যে এ নিয়োগ বিজ্ঞপ্তি এল।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কনস্টেবল পদে আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আর কমপক্ষে জিপিএ ২.৫ থাকতে হবে। ২০২৪ সালের ১৫ অক্টোবর যাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে, তারাই এ পদে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে। 

সাধারণ আবেদনকারীদের পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে তা হবে ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন