ফ্যাসিবাদের বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে —অধ্যাপক আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখন আবার ফ্যাসিবাদের বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। আমরা এক ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে যদি আরেক ফ্যাসিবাদের মুখে পড়ি, তাহলে তো চলবে না।’

গতকাল বিকালে রাজধানীতে ‘সংকটে গণতন্ত্র: সামরিক শাসনোত্তর বেসামরিক শাসনের সমস্যা’ শীর্ষক বইয়ের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। কাঁটাবনে পাঠক সমাবেশে এ অনুষ্ঠান আয়োজন করে গ্রন্থটির প্রকাশনা প্রতিষ্ঠান ‘অনন্যা প্রকাশনী’। এর লেখক সাংবাদিক আমীর খসরু।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘দেশে অনেক জায়গায় নারীদের ওপর আক্রমণ হচ্ছে। তাদের পোশাক নিয়ে আক্রমণাত্মক বক্তব্য আসছে। সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শ্রেণী, জাতি, লিঙ্গ ও ধর্মীয় বৈষম্য দূর করা দরকার। এ ক্ষেত্রে বড় ধরনের আলোচনা এবং জাতীয় সংলাপের মধ্যে যেতে হবে। একটি পরিষ্কার রূপকল্প প্রণয়ন করতে হবে।’

অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমরা স্বৈরশাসনোত্তর গণতন্ত্র সংহত করার সমস্যার মধ্যে আছি। আমাদের অনেক অভিযোগ রয়েছে, অভিযোগগুলো খুবই গুরুত্বপূর্ণ। অভিযোগগুলো প্রতিটিই সত্য, তবে নতুন সুযোগ এসেছে।’ মনস্তাত্ত্বিক উত্তরণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা বিপ্লবী আকাঙ্ক্ষা নিয়ে নতুন সরকার গঠন করেছি। কিন্তু সরকার গতানুগতিক আমলাতন্ত্রের ওপর নিজেদের নির্ভরশীলতা আরো বাড়িয়ে দিয়েছে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন