অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরই নিতে হবে —তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের বিকল্প ছিল না, সেটা আমরা সবাই জানি। তাদের প্রতি আমাদের সমর্থন সেদিনও ছিল, আজও আছে। কিন্তু তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরই নিতে হবে। তাদের প্রতি অর্পিত দায়িত্ব যথার্থভাবে প্রতিপালনের রোডম্যাপ তাদেরই নির্দিষ্ট করতে হবে। সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্বও তাদের কাঁধে নেয়া সংগত হবে না, যেটা তারা বহন করতে সক্ষম হবেন না।’ 

গতকাল ঝিনাইদহে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সমাবেশে ভাষণ দেন। তিনি বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আর ছাত্র-জনতা জুলাই-আগস্টে সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের গণতন্ত্র মুক্ত করেছে। কিন্তু স্বৈরাচারের পতন হলেও তাদের রেখে যাওয়া উচ্ছিষ্ট প্রশাসনে রয়ে গেছে। তারা এখন ষড়যন্ত্র করছে।’

তারেক রহমান বলেন, ‘মনে রাখতে হবে, বিদেশী বিনিয়োগ, আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা, তাদের সঙ্গে সম্পর্ক, রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা-বাণিজ্য, জনগণের নিরাপত্তা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নির্বাচিত সরকারের বিকল্প নেই।’ 

তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘অতি উৎসাহে আমরা যদি এটাকে নির্দিষ্ট একটি গোষ্ঠীর সাফল্য বলি, তাহলে সম্ভবত আমরা আরেকটি ইতিহাস বিকৃতির ফাঁদে পা দেব। স্বৈরাচার পতনের এ মহাসমরে দেশের সর্বস্তরের মানুষ, রাজনৈতিক দল, ছাত্র-জনতা, গৃহিণী, শ্রমিক—সবার অবদানকে আমরা যদি মর্যাদা দিতে ব্যর্থ হই তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন