চলতি সপ্তাহে চালের রফতানি মূল্য কমিয়েছে ভিয়েতনাম

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ভিয়েতনাম চলতি সপ্তাহে চালের রফতানি মূল্য কমিয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে সম্প্রতি শিপিং খরচ বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশের চাল আমদানিতে প্রভাব ফেলছে। তাই দাম স্থিতিশীল রাখতে চালের রফতানি মূল্য কমিয়েছে ভিয়েতনাম। হো চি মিন সিটিভিত্তিক এক ব্যবসায়ী এ তথ্য জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার।

গত সপ্তাহে ভিয়েতনামের ৫ শতাংশ খুদযুক্ত চালের টনপ্রতি মূল্য ছিল ৫৭৫-৫৮০ ডলার। চলতি সপ্তাহে তা কমে টনপ্রতি ৫৭০-৫৭৫ ডলারে নেমেছে।

কয়েক বছর ধরে ফিলিপাইনে সবচেয়ে বেশি চাল রফতানি করে ভিয়েতনাম। সম্প্রতি দেশটি চাল আমদানি শুল্ক কমিয়েছে। এ বিষয়ে ভিয়েতনামের হো চি মিন সিটির অন্য এক ব্যবসায়ী বলেন, ‘‌ফিলিপাইনের চাল আমদানিতে শুল্ক কমানোর পদক্ষেপ সামনের মাসগুলোয় ভিয়েতনামের চালের রফতানি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।’

যদিও ভিয়েতনামের শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, মে মাসে দেশটির চাল রফতানি এপ্রিলের তুলনায় ১৪ দশমিক ৬ শতাংশ কমেছে। এ সময় দেশটি মোট ৮ লাখ ৫৬ হাজার টন চাল রফতানি করেছে।

শুল্ক বিভাগ আরো জানায়, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ভিয়েতনামের চাল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ২ শতাংশ বেড়ে ৪০ লাখ ২০ হাজার টনে দাঁড়িয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম বৈশ্বিক চাল রফতানিতে তৃতীয় শীর্ষ অবস্থানে। ভারত ও থাইল্যান্ডের পরই দেশটির অবস্থান।

তবে এশিয়ায় অন্য দেশগুলোয় চালের দাম স্থিতিশীল। চলতি সপ্তাহে থাইল্যান্ডের ৫ শতাংশ খুদযুক্ত চালের টনপ্রতি মূল্য ছিল ৬৩০ ডলার।

চালের শীর্ষ রফতানিকারক ভারত। দেশটিতেও চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম ছিল টনপ্রতি ৫৩৯-৫৪৬ ডলার। গত সপ্তাহেও দেশটিতে চালের দাম একই ছিল।

সম্প্রতি এসঅ্যান্ডপি গ্লোবালের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী শস্য উৎপাদন মৌসুমে (২০২৪-২৫) চাল উৎপাদনে রেকর্ড গড়তে পারে বলে ভারত। এ সময় পর্যাপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ায় উৎপাদন বাড়তে পারে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা।

সূত্রের দেয়া তথ্যানুযায়ী, ২০২৪-২৫ উৎপাদন মৌসুমে (জুলাই-জুন) ভারতে ১৩ কোটি ৫৫ লাখ থেকে ১৩ কোটি ৮০ লাখ টন পর্যন্ত চাল উৎপাদন হতে পারে। এর আগে দেশটি ২০২২-২৩ মৌসুমে চাল উৎপাদনে রেকর্ড গড়েছিল।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগও আগামী মৌসুমে ভারতে রেকর্ড পরিমাণ চাল উৎপাদনের পূর্বাভাস দিয়েছে। এ সময় দেশটিতে মোট ১৩ কোটি ৮০ লাখ টন চাল উৎপাদন হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন