আলোচনা সভায় মির্জা ফখরুল

এ বাজেট কালো টাকার বাজেট

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

সদ্যঘোষিত বাজেটকে কালো টাকার বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘‌কীভাবে কালো টাকা সাদা করা যাবে, সেটির বাজেট। লুটপাটের বাজেট।’ গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‌বুকের ওপর চেপে থাকা দানবকে সরাতে না পারলে আমাদের কোনো পথ নেই। আওয়ামী লীগ সমাজতন্ত্র ব্যবস্থা গঠন করতে চাইলেও সে বিষয়ে কিছুই জানত না, তারা সবাই লুটপাটে ব্যস্ত ছিল। আর ১৯৭৫ সালে দায়িত্ব পাওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তিনি মাঠের মানুষের কাছে গেছেন, কৃষকদের সঙ্গে হেঁটেছেন, খাল কেটেছেন। মাঠ পর্যায় থেকে তিনি উন্নয়নকে নিয়ে এসেছিলেন। এজন্য তাকে কেউ ভুলতে পারে না।’

তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা আওয়ামী লীগ স্বীকার করুক আর না করুক। জাতির এক গুরুত্বপূর্ণ সময়ে ত্রাণকর্তা হিসেবে তার আবির্ভাব হয়েছিল। ইরাক ও ইরানের যুদ্ধ প্রশমিত করতে অবদান রেখেছেন, সার্ক নিয়ে তার কত চিন্তা ছিল। অথচ একটি দল সেটিকে খেয়ে দিল। জিয়াকে খাটো করে দেখানোর চেষ্টা করে লাভ নেই, তাকে কেউ ছোট করতে পারবে না। আমরা কেউ হতাশ নই, আমাদের কেউ দল ত্যাগ করেনি, কেউ দল ছেড়ে যাবেও না। কারণ আমরা একটা সত্য ও ন্যায়ের পক্ষে আছি। আমাদের দায়িত্ব, এ দানব সরকার উৎখাত করে জনগণের প্রতিনিধিত্বশীল জবাবদিহি সরকার গঠন করা।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন