এ বাজেট কালো টাকার বাজেট: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

পুরনো ছবি। বণিক বার্তা।

সদ্য ঘোষিত বাজেটকে কালো টাকা ও লুটপাটের বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ জুন) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঘোষিত বাজেট কালো টাকার বাজেট, কীভাবে কালো টাকা সাদা করা যাবে, সেটির বাজেট। লুটপাটের বাজেট। বুকের ওপর চেপে থাকা দানবকে সরাতে না পারলে আমাদের কোনো পথ নেই। আওয়ামী লীগ সমাজতন্ত্র ব্যবস্থা গঠন করতে চাইলেও সে বিষয়ে কিছুই জানতো না, তারা সবাই লুটপাটে ব্যস্ত ছিল। আর ১৯৭৫ সালে দায়িত্ব পাওয়ার পর জিয়াউর রহমান বাংলাদেশকে অন্যান্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তিনি মাঠের মানুষের কাছে গেছেন, কৃষকদের সাথে হেঁটেছেন, খাল কেটেছেন। মাঠ পর্যায় থেকে তিনি উন্নয়নকে নিয়ে এসেছিলেন। এজন্য তাকে কেউ ভুলতে পারে না।

বিএনপির কেউ হতাশ নেই, কেউ দল ত্যাগ করেনিম এবং কেউ দল ছেড়ে যাবে না উল্লেখ করে জানিয়ে মির্জা ফখরুল বলেন, কারণ আমরা সত্য ও ন্যায়ের পক্ষে আছি। আমাদের দায়িত্ব, এই দানব সরকার উৎখাত করে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠন করা।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন