আনার হত্যাকাণ্ড বিষয়ে ডিএমপি কমিশনার

নেপালে গ্রেফতার সিয়াম কলকাতা সিআইডির হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি, বণিক বার্তা কোলাজ।

বন্দি বিনিময় চুক্তির সুবিধায় নেপালে গ্রেফতার বাংলাদেশী সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যায় জড়িত সিয়ামকে কলকাতা সিআইডি হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। শুক্রবার (৭ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান

ডিএমপি কমিশনার বলেন, আমরা যতটুকু জেনেছি কলকাতা সিআইডি মামলাটি তদন্ত করছে এবং তাদের কাছে দুজন আসামি রয়েছে একজনকে তারা গ্রেফতার করেছে আরেকজনকে নেপাল থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের কাছেও তিনজন আছে। ভারতও তদন্ত করছে, আমরাও তদন্ত করছি। এক পর্যায়ে সিন্ধান্ত নিয়ে যেকোনো একটি জায়গায় এ ঘটনার বিচার হতে পারে।

বিদেশ থেকে অপরাধীদের দেশে ফিরিয়ে বিচার করার সুযোগ আইনের রয়েছে জানিয়ে তিনি বলেন, যেখানে ঘটনা ঘটে, সেখানেই তদন্ত হয়, এটি একটি সেফট রুল। কিন্তু আমাদের দেশের আইনেও আছে, বিদেশে যদি কেউ অপরাধ করে থাকে সেক্ষেত্রে সেই অপরাধীকে বাংলাদেশে এনে আমরা বিচার করতে পারব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন