প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নাইমুল ইসলাম খানের নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

নাইমুল ইসলাম খান। পুরনো ছবি, বণিক বার্তা।

নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার (৬ জুনএক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি হওয়া ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. নাইমুল ইসলাম খানকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এই পদের জন্য তিনি সরকারের সচিব পদমর্যাদা, নির্ধারিত বেতন বাবদ ৭৮ হাজার টাকা অন্যান্য সুবিধাদি পাবেন।

নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন