নরেন্দ্র মোদির সরকার গঠনের খবরে ভারতের পুঁজিবাজার ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

নরেন্দ্র মোদির সরকার গঠনের খবরের বিষয়ে বিনিয়োগকারীরা নিশ্চিত হওয়ার পর আজ ফের ঊর্ধ্বমুখী ভারতের শেয়ার বাজার। কভিডের পর থেকে শেয়ার বাজারে সবচেয়ে বড় ধস দেখা গিয়েছিল গতকাল মঙ্গলবার (৪ জুন)। গতকালের ধসের পর আজ বুধবার (৫ জুন) একলাফে অনেকটা উঠেছে সেনসেক্স। খবর হিন্দুস্তান টাইমস।

গতকালের পতনের তুলনায় আজ সেনসেক্স ৩ দশমিক ২ শতাংশ বা ২৩০৩ দশমিক ১৯ পয়েন্ট উঠেছে। এর ফলে আজ সেনসেক্স ৭৪ হাজার ৩৮২ দশমিক ২৪ পয়েন্টে পৌঁছেছে। এর আগে গত পরশু সেনসেক্স এক লাফে ২৫০০ পয়েন্ট বেড়ে ৭৬ হাজার পয়েন্টের ঘরে পৌঁছে গিয়েছিল। ২০২১ সালের ১ ফেব্রুয়ারির পর একদিনে সেটিই ছিল সব থেকে বড় উত্থান।

গতকাল একটা সময়ে সেনসেক্স প্রায় ৬ হাজার পয়েন্ট বা ৮ দশমিক ৫ শতাংশ পড়ে গিয়েছিল। পরে সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়ায় সূচক। এ আবহে বিনিয়োগকারীরা একদিনে ৩০ লাখ কোটি টাকা হারিয়েছিলেন। আবহ চলাকালীন লেনদেন শেষের মুহূর্তে মোট শেয়ারবাজারের ক্যাপিটালাইজেশন কমে ৩৯৬ লাখ কোটি টাকা হয়ে গিয়েছিল। তবে আজ ফের অনেকটাই ঘুরে দাঁড়াল শেয়ার বাজার।

এদিকে আজ নিফটি ৫০-তেও বড়সড় উত্থান দেখা গেছে। ইভিএমে বিজেপি ধাক্কা খেতেই শেয়ার বাজারে নিফটির সূচক গতকাল নেমেছিল ৫ দশমিক ৯৩ শতাংশ বা ১৩৭৯ দশমিক ৬৫ পয়েন্টে। তবে আজ ৩ দশমিক ৩৬ শতাংশ উঠে ২২ হাজার ৬২০ দশমিক ৩৫ পয়েন্টে পৌঁছে যায় নিফটি। এর আগে গত পরশু নিফটি প্রায় ৩ শতাংশের বেশি ওপরে উঠে ২৩ হাজারের ঘরে পৌঁছে গিয়েছিল। এদিকে আজ নিফটি ব্যাংক ৪ দশমিক ৫৩ শতাংশ বা ২ হাজার ১২৬ পয়েন্ট কমে ৪৯ হাজার ৫৪ দশমিক ৬০ পয়েন্টে পৌঁছে যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন