পৌরসভা সমিতির অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী

সঠিক নেতৃত্বের কারণেই বাংলাদেশ বিশ্বে রোল মডেল

নিজস্ব প্রতিবেদক

ছবি: (পিআইডি)

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেন, ‘সঠিক নেতৃত্ব যদি না থাকত এ বাংলাদেশ আমরা পেতাম না। একসময় যাদের কাছে আমরা ভিক্ষুক-মিসকিনের জাতি হিসেবে সংজ্ঞায়িত ছিলাম, তারাই আজ বলেন, বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে, বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণেই বাংলাদেশ বিশ্বে এখন রোল মডেল।’ 

গতকাল বাংলাদেশ পৌরসভা সমিতির উদ্যোগে গুলশানের হোটেল আমারিতে অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপস্থিত মেয়রদের প্রতি এ কথা বলেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন