উত্তর আমেরিকায় প্রায় তিন লাখ গাড়ি প্রত্যাহার করছে হুন্দাই

বণিক বার্তা ডেস্ক

উত্তর আমেরিকার বাজার থেকে লাখ ৮১ হাজার ইউনিট গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে হুন্দাই মোটর আমেরিকা। সিট বেল্টে সমস্যার সমাধানে গাড়িগুলো প্রত্যাহার করবে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

হুন্দাই মোটর আমেরিকা জানিয়েছে, সিট বেল্ট প্রিটেনশনার বিস্ফোরিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ফলে ধাতব টুকরোগুলো ছড়িয়ে পড়ে চালক যাত্রী আহত হতে পারেন। এমন তিনটি দুর্ঘটনার পর প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে দুজন সিঙ্গাপুরে একজন আহত হয়েছেন।

২০১৯-২২ মডেল বছরের অ্যাকসেন্ট, ২০২১-২৩ মডেল বছরের এলান্ট্রা ২০২১-২২ মডেল বছরের ইলান্ট্রা হাইব্রিড গাড়ি প্রত্যাহারের মধ্যে রয়েছে। নতুন প্রত্যাহারে যুক্তরাষ্ট্রে লাখ ৩৯ হাজার এবং কানাডায় প্রায় ৪২ হাজার ইউনিট গাড়ি অন্তর্ভুক্ত রয়েছে।

এমন ক্ষেত্রে গাড়ির চালক বা যাত্রীর পাশের সিট বেল্ট প্রিটেনশনার লাগানোর সময় বিস্ফোরিত হতে পারে। ডিলাররা একটি ক্যাপ দিয়ে সিট বেল্ট প্রিটেনশনার সুরক্ষিত করে দেবে। সিট বেল্ট প্রিটেনশনার একটি সিস্টেমের অংশ, যা দুর্ঘটনার সময় অতিরিক্ত সুরক্ষা নিশ্চিতে সিট বেল্টটিকে লক করে রাখে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন