সিলেটে টস জিতে ব্যাটিংয়ে ভারতের নারীরা

ক্রীড়া প্রতিবেদক

ছবি: বিসিবি

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আজ প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমেছে ভারতের নারীরা। এ প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ৪ ওভারশেষে ২৬/১ রান। শেফালি ভার্মা ১৬ ও  ইয়াস্তিকা ভাটিয়া ১ রানে ব্যাট করছিলেন।

 

তৃতীয় ওভারের পঞ্চম বলে তারকা ব্যাটার স্মৃতি মান্ধানাকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সফলতা এনে দেন পেসার ফারিহা তৃষ্ণা। এ মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচে ১৯ রানে হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছিলেন ফারিহা।   

 

বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতু, মারুফা আক্তার, সুলতানা খাতুন, ফারিহা তৃষ্ণা।

 

ভারত স্কোয়াড:

স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, হারমানপ্রিত কাউর, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, সজীবন সজনা, রিচা ঘোষ, পূজা বস্ত্রকর, শ্রেয়াঙ্কা পাতিল, রেনুকা সিং ও রাধা যাদব।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন