গুজব ছড়িয়ে গ্রেফতার ৩

পুঁজিবাজার অস্থিতিশীলকারীদের ছাড় নয় : হারুন অর রশীদ

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

পুঁজিবাজার অস্থিতিশীলকারীদের ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।  তিনি শনিবার (২৭ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্লাটফর্মে গুজব ছড়ানোর দায়ে তিনজনকে গ্রেফতার বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজার, পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নিয়ে গুজব ছড়ানো চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চক্রটি ফেসবুকসহ অনলাইনে গ্রুপ খুলে অপপ্রচার চালাত। তাদের নামে একাধিক মামলাও আছে। তারা শেয়ারের দাম নিয়ে কারসাজি ও গুজব ছড়ানো ছাড়াও বিভিন্ন কোম্পানির নামেও অপপ্রচার চালাত।’

হারুন অর রশীদ আরো বলেন, ‘গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এসব ঘটনায় আরো যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের উস্কানি দিয়ে পুঁজিবাজার অস্থিতিশীলকারীদের ছাড় দেয়া হবে না।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন