একদিনেই টাকার মান কমল ৬.৩৬ শতাংশ, ডলারের দাম বাড়ল ৭ টাকা

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

ডলারের বিপরীতে এক দিনেই টাকার রেকর্ড অবমূল্যায়ন ঘটিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার (৮ মে) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণে ‘ক্রলিং পেগ নীতির অনুসরণের ঘোষণা দেয়া হয়। এতে প্রতি ডলারের মধ্যবর্তী দর নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।

আজ দিনের শুরুতে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১১০ টাকা। বিকালে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলারের নতুন দর ঘোষণা করা হয়। সে হিসাবে একদিনেই ডলারের দাম বাড়ল ৭ টাকা। আর ডলারের বিপরীতে টাকার অবমূল্যয়ন ঘটল ৬ দশমিক ৩৬ শতাংশ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রতিশ্রুত ৪৭০ কোটি ডলার ঋণ প্রাপ্তির শর্ত হিসাবে ডলারের নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংক থেকে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ‘মার্কিন ডলারের ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রলিং পেগ বিনিময় পদ্ধতি চালু করা হয়েছে। এ পদ্ধতিতে ডলারের জন্য ‘ক্রলিং পেগ মিড-রেট (সিপিএমআর) নির্ধারণ করা করা হয়েছৈ ১১৭ টাকা। এখন থেকে আন্তব্যাংক ও গ্রাহকের সঙ্গে লেনদেনে তফশিলি ব্যাংকগুলো সিপিএমআরের আশপাশে মার্কিন ডলার ক্রয়-বিক্রয় করতে পারবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন