দর্শককে ভালোবাসা জানালেন মাহিরা খান

ফিচার ডেস্ক

ছবি: মাহিরা খানের ফেসবুক

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। শাহরুখ খানের সঙ্গে অভিনয় ও রণবীর কাপুরের সঙ্গে রোমান্সের গুঞ্জনে এককালে বলিউডেও তিনি ছিলেন আলোচিত। পাকিস্তানে তিনি এখনো বেশ জনপ্রিয়। কিন্তু এরই মধ্যে একটি বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেন মাহিরা। সম্প্রতি দেশটির এক সাহিত্য সভায় যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি একটি ঘটনার সম্মুখীন হন। দর্শকের আসন থেকে কিছু লোক তাকে লক্ষ করে বিভিন্ন জিনিসপত্র ছুড়তে থাকে। বিরক্ত হয়ে মঞ্চ থেকেই প্রতিবাদ জানান এ অভিনেত্রী। 

বিষয়টি নিয়ে মাহিরা নিজের ইনস্টাগ্রামেই পোস্ট করেছেন। এছাড়া টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় নানা গণমাধ্যমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এসব থেকে জানা যায়, সম্প্রতি পাকিস্তানে একটি সাহিত্য সভায় যোগ দিতে যান মাহিরা খান। সেখানেই মঞ্চে বসেছিলেন অভিনেত্রী। তখন দর্শকাসন থেকে তার দিকে ছোড়া হয়েছে বেশকিছু জিনিস। তৎক্ষণাৎ প্রতিবাদ করেন অভিনেত্রী। বিরক্ত হয়ে মাহিরা বলেন, ‘এটা কিন্তু গ্রহণযোগ্য নয়।’

পরবর্তী সময়ে অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেছেন তিনি। এর সঙ্গে লিখেছেন দীর্ঘ একটি নোট। তিনি লেখেন, ‘মঞ্চে অনুষ্ঠান চলাকালে কোনো কিছুই ছোড়া ঠিক নয়। এমনকি কাগজে মোড়ানো বা কাগজের প্লেনে করে ফুল হলেও তা মঞ্চে ছোড়া যায় না। পুরো ঘটনাটা খুব ভুল একটা নজির স্থাপন করেছে, এটা কখনো মেনে নেয়া যায় না।’ অভিনেত্রী আরো লেখেন, ‘এ ঘটনায় আমি সত্যিই খুব ভয় পেয়ে যাই।’

অনেকে মনে করতে পারেন মাহিরা কেবল নিজের বিষয়েই চিন্তিত। বিষয়টি পরিষ্কার করতে তিনি লেখেন, ‘না, শুধু নিজের জন্য নয়, অন্যদের কথা ভেবেও বলছি। আমার মতো এ পরিস্থিতিতে অন্য কাউকেও তো পড়তে হতে পারে!’ 

তবে এ ঘটনার পরও মঞ্চ ছেড়ে বেরিয়ে যাননি তিনি। অনুষ্ঠানে সময় দিয়েছিলেন। তিনি লিখেছেন যে একজন অনুষ্ঠান ত্যাগ করার কথা বলেছিলেন। কিন্তু সেটা মনঃপূত হয়নি মাহিরার। 

এর কারণ তিনি মনে করেন মানুষ তাদের ভালোবাসে। সেদিন কোয়েটার অনুষ্ঠানে প্রায় ১০ হাজার দর্শক হাজির ছিলেন। মাহিরা এ দিনের ঘটনার পর ঠিক করেছেন, এ রকম আরো অনুষ্ঠান করবেন তিনি। কারণ হিসেবে মাহিরা বলেন, ‘পাকিস্তানের অনেক শহরে এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। কারণ আপনি যত বেশি সবকিছু নিয়ে আলোচনা করবেন, ততই আপনি সচেতন ও শিক্ষিত হবেন। ততই আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা ও বোঝাপড়া আরো বাড়বে। কারণ এখনো ঐক্যবদ্ধতার অভাব রয়েছে। এ ধরনের অংশগ্রহণের মাধ্যমে মানুষের মধ্যে ঐক্য গড়ে উঠবে।’

কোয়েটার এ অনুষ্ঠান ও সেখানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে মাহিরার কথা হলো একজন মানুষের কাজের জন্য সব দর্শককে দোষ দেয়া যায় না। বেশির ভাগ মানুষ ভালোবাসাই প্রকাশ করে। তাদের এ কারণে তিনি ধন্যবাদও জানিয়েছেন। সেই সঙ্গে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়েছেন, এমন জমায়েতে কোন ধরনের কাজ করা উচিত আর কোনটি অনুচিত। এ সবকিছুর পর তিনি ভালোবাসা প্রকাশের জন্য কোয়েটাকে ধন্যবাদ জানান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন