টি-টোয়েন্টি বিশ্বকাপ

টস জিতে ফিল্ডিং বেছে নিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক

ছবি: আইসিসি
Default Image

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে আজই প্রথম মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ক্যারিবিয়ানরা।

 

ওয়েস্ট ইন্ডিজ দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। ২০১২ ও ২০১৬ সালে দুবার শিরোপা জয় করে ক্যারিবিয়ানরা। অন্যদিকে, পাপুয়া নিউগিনির এটা মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ। এবার শুরুতেই তারা সামনে পেল টি-টোয়েন্টির ভয়ংকর দল ওয়েস্ট ইন্ডিজকে।

 

‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডা প্রতিদ্বন্দ্বিতা করছে।

 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ ও গুডাকেশ মোতি।

 

পিএনজি একাদশ: টনি উরা, আসাদ ভালা (অধিনায়ক), সেসে বাউ, হিরি হিরি, চার্লস আমিনি, কিপলিং দরিগা, আলেই নাও, চাদ সপার, কাবুয়া মোরেয়া ও জন কারিকো। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন