এসএমই মেলা উদ্বোধনে প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সবাইকে উদ্যোক্তা বানাতে পারলে দেশ দ্রুত উন্নত হবে

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এসএমই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সমাজের একটা অংশকে বাইরে রেখে এগোনো যায় না। আমাদের দেশের নারী-পুরুষ সবাইকে যদি আমরা উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি, তাহলে দেশ দ্রুত উন্নত হবে। আমি খুব আনন্দিত, কেননা এসএমই পণ্য মেলায় দেখা যাচ্ছে উদ্যোক্তাদের ৬০ শতাংশই নারী।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল ‘১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য (এসএমই) মেলা-২০২৪’ উদ্বোধনকালে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান বলেন, ‘আমাদের দেশ ভৌগোলিক সীমারেখায় ছোট এবং জনসংখ্যার দিক দিয়ে বড়। সেক্ষেত্রে আমাদের নিজেদের দেশের পরিবেশ ও সবকিছু অত্যন্ত পরিকল্পিতভাবে হওয়া উচিত, স্বাস্থ্যসম্মত হওয়া উচিত। জলবায়ুর অভিঘাতে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই সেদিকেও সবাইকে দৃষ্টি দিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘শিল্প আমাদের গড়ে তুলতে হবে। কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই থাকতে হবে। রাসায়নিক ব্যবহারের সামান্য পয়সা বাঁচাতে গিয়ে দেশের সর্বনাশ, সঙ্গে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকল।’

অনুষ্ঠানে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৩’ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিল্প মন্ত্রণালয় প্রণীত কর্মপরিকল্পনার ওপর রচিত একটি বইয়ের মোড়ক উন্মোচনও করেন তিনি। উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এবারের মেলায় সাড়ে তিন শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ৬০ শতাংশই নারী। মেলা চলবে ২৫ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

শিল্প ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই। চতুর্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখে আমাদের আরো উদ্যোক্তা ও কাজের লোক প্রয়োজন পড়বে। আমাদের দেশের মানুষকে কাজ দিতে হবে।’

শিল্প মালিকদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘শ্রমিকদের বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। আপনি যদি বেশি কাজ চান তাহলে তাদের সে ধরনের কর্মপরিবেশ তৈরি করে দিতে হবে। শুধু হুকুম দিয়ে হয় না। হুকুম দিয়ে যা অর্জন করতে পারবেন, ভালোবাসা দিয়ে পারবেন তার চেয়ে অনেক বেশি।’

শেখ হাসিনা বলেন, ‘এসএমই খাতের উন্নয়নে আমাদের ঐতিহ্যবাহী পণ্যের পাশাপাশি উন্নত বিশ্বে ভোক্তাদের চাহিদানুযায়ী শতভাগ রফতানিমুখী পণ্য উৎপাদনে আরো মনোনিবেশ করতে হবে। কেননা এখন ইকোনমিক ডিপ্লোমেসির যুগ। সেভাবেই বহির্বিশ্বে আমাদের দূতাবাসগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। স্বাগত বক্তৃতা করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মো. মাসুদুর রহমান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন