রিয়াদে অফিস খুলছে আইএমএফ

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (এমইএনএ) অঞ্চলের জন্য রিয়াদে কার্যালয় স্থাপন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সম্প্রতি আইএমএফ ও সৌদি অর্থ মন্ত্রণায়লের যৌথ উদ্যোগে আয়োজিত ইন্ড্রাস্টিয়াল পলিসি ফর ডাইভারসিফিকেশন শীর্ষক আঞ্চলিক সম্মেলনে অফিসটি উদ্বোধন করা হয়। খবর আরব নিউজ।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন অনুসারে, নতুন অফিস স্থাপনের লক্ষ্য হলো আইএমএফের সক্ষমতা বৃদ্ধি, সদস্যদেশগুলোর প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা বাড়ানো। 

প্রতিবেদনে আরো বলা হয়, অফিসটি আইএমএফ ও আঞ্চলিক প্রতিষ্ঠান, সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে। ভঙ্গুর রাষ্ট্রসহ আইএমএফের সদস্যদেশগুলোকে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরবের আর্থিক অবদানের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংস্থাটির নেতারা। 

রিয়াদ অফিসের প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল আজিজ ওয়েন। প্রতিষ্ঠান সম্পর্কে তার ব্যাপক বোঝাপড়া এবং বিশ্বব্যাপী নীতিনির্ধারক ও শিক্ষাবিদদের একটি বিস্তৃত নেটওয়ার্কে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন