দুর্নীতির অভিযোগ

দিশা সমাজকল্যাণ সংস্থার বিরুদ্ধে তদন্ত করছে দুদক

বণিক বার্তা প্রতিনিধি, যশোর

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় যশোরে সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি বাস্তবায়ন করে দিশা সমাজকল্যাণ সংস্থা। তবে সে সময় সংস্থাটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এরই মধ্যে তথ্য-উপাত্ত সংগ্রহ এবং অভিযোগকারীদের বক্তব্য নিয়েছে দুদক। পাশাপাশি সংস্থাটির ব্যাংক হিসাব স্থগিত রাখা হয়েছে।

ব্যাপারে যশোর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হীরামন কুমার বিশ্বাস জানান, দিশার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক তদন্ত করছে। দুদক তার কাছে যেসব কাগজপত্র চেয়েছিল, তিনি তা সরবরাহ করেছেন।

দুদক যশোর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন জানান, দিশা সমাজকল্যাণ সংস্থার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা অনুসন্ধান করছেন। দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা প্রকল্পের কাগজপত্র পর্যালোচনা, সংশ্লিষ্টদের বক্তব্য তথ্য-উপাত্ত অনুসন্ধান করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন