ভারতে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কায় পুঁজিবাজারে ধস

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনে সূচকের ব্যাপক পতন ঘটেছে ভারতের শেয়ারবাজারে। গতকাল ভোট গণনা শুরুর পরই সূচকের পতন ঘটতে থাকে। ২০২০ সালের মার্চের পর দেশটির পুঁজিবাজারের এটাই ছিল সবচেয়ে বড় পতন। খবর রয়টার্স।

বিশ্লেষকরা বলছেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না—এমন আশঙ্কা তৈরি হওয়ার পরই শেয়ারবাজারে পতন শুরু হয়। গতকাল দিন শেষে চার হাজার পয়েন্ট হারায় সেনসেক্স। নিফতির কমেছে ১ হাজার ৩৭৯ পয়েন্ট।

এর আগে সোমবার ভারতের শেয়ারবাজারে নজিরবিহীন উত্থান ঘটে। বাজারের সূচক উঠে যায় ৭৬ হাজারের ঘরে। রেকর্ড গড়ে নিফতি উঠে যায় ২৩ হাজারের ঘরে; পয়েন্ট বেড়ে যায় ৭৩৩। গত তিন বছরের মধ্যে এ দুই সূচকে এটা ছিল সর্বোচ্চ উত্থান। সোমবার শেয়ারমূল্য বাড়ে ১৪ লাখ কোটি রুপির মতো।

বাজার বিশ্লেষকরা বলছেন, বেশির ভাগ বুথফেরত জরিপের আভাস ছিল, লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। মূলত এ আভাসের কারণেই শেয়ারবাজারে উত্থান ঘটতে থাকে। কিন্তু গতকাল ভোট গণনা শুরু হওয়ার পর দেখা যায়, বিজেপি জোটগত জায়গা থেকে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। এ আশঙ্কা তৈরি হওয়ার পরই ধস নামে পুঁজিবাজারে।

ভারতের শীর্ষ অ্যাসেস ম্যানেজমেন্ট ফার্ম ‘হোয়াইটস্পেস আলফা’র প্রধান নির্বাহী কর্মকর্তা পুনিত শর্মা বলেন, ‘বিজেপি যদি জোটগতভাবে সরকার গঠন করে, তাহলে অর্থনীতিসহ নানা বিষয়ে তারা শরিকদের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। সে ক্ষেত্রে বিজেপির ব্যবসায়িক নীতিতে নানা পরিবর্তন ঘটবে। মূলত এ আশঙ্কার কারণেই শেয়ারবাজারে পতন ঘটেছে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন