হবিগঞ্জ ও জামালপুরে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, সিলেট ও জামালপুর

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

হবিগঞ্জের চুনারুঘাটে জমি চাষ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া জামালপুরের সরিষাবাড়ীতে খড়  শুকানোর সময় বজ্রপাতে আরো এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বিভিন্ন সময় এ ঘটনা ঘটে।

চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মো. আইয়ুব আলী তালুকদার জানান, কৃষক আব্দুস সালাম (৪০) ও প্রসু দেবনাথ (৪০) রূপসপুর দক্ষিণ হাওরে জমি চাষ করছিলেন। এ সময় বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতাবস্থায় সালামকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুস সালাম উপজেলার মিরাশী ইউনিয়নে ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে এবং প্রসু দেবনাথ রূপসপুরের সতীশ দেবনাথের ছেলে।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, বজ্রপাতে দুজন মারা যাওয়ার খবর পেয়েছেন তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে জামালপুরের সরিষাবাড়ীতে খড় শুকানোর সময় বজ্রপাতে ফরিদ মিয়া নামে এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় এরশাদ, শাহজালাল ও সবুজ মিয়া গুরুতর আহত হন। গতকাল সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ীতে এ ঘটনা ঘটে। ফরিদ মিয়া সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী পূর্বপাড়ার পানা মিয়ার ছেলে।

সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জানান, ফরিদ মিয়াসহ কয়েকজন কৃষক বাড়ির পাশে খোলা মাঠে খড় শুকানোর কাজ করছিলেন। সকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ফরিদ মিয়াসহ চারজন গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক রবিউল ইসলাম জানান, ফরিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। অন্য তিনজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন